ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অপর ম্যাচে আজ হায়দরাবাদের প্রতিপক্ষ মুম্বাই

কলকাতা-গুজরাট শক্তির লড়াই

প্রকাশিত: ০৬:১৫, ৮ মে ২০১৬

কলকাতা-গুজরাট শক্তির লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে আজ ভিন্ন ম্যাচে মাঠে নামছে দুই বাংলাদেশী তারকা সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। বিশাখাপত্তমে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে মোকাবেলা করবে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। রাতে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে গুজরাটকে আতিথ্য দেবে কলকাতা। ৯ খেলায় ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গৌতম গাম্ভীরের দল। এক ম্যাচ বেশি খেলে সমান জয়ে দ্বিতীয় স্থানে সুরেশ রায়নার গুজরাট। সুতরাং শীর্ষস্থান মজবুতের পাশাপাশি টুর্নামেন্টের এই পর্যায়ে সেরা দুইশক্তির পরীক্ষাটাও হয়ে যাবে। নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছে কলকাতা। গুজরাট অবশ্য হায়দরাবাদের কাছে হেরে গেছে ৫ উইকেটে। কলকাতার হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন গাম্ভীর। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই ওপেনার। ৪ হাফ সেঞ্চুরিতে করেছেন আসরের তৃতীয় সর্বোচ্চ ৩৯৩ রান। ৩১৩ রান নিয়ে রবিন উথাপ্পাও তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন। আছেন ১৩ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারি পেসার আন্দ্রে রাসেল। ১০ উইকেট নেয়া উমেষ যাদবও যথাসাধ্য করে যাচ্ছেন। তবে যার জন্য এই ম্যাচের দিকে বাংলাদেশীদের বিশেষ দৃষ্টি থাকবে সেই সাকিব কিন্তু মোটেই নামের প্রতি সুবিচার করতে পারছেন না। দল থেকে জায়গাও হারিয়েছেন একাধিকবার। পাঞ্জাবের বিপক্ষে ব্যাট করতে হয়নি, বল হাতে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পাঁচ ম্যাচে সুযোগ পেয়ে করেছেন ২০ রান, সর্বোচ্চ ১১, বল হাতে উইকেট মোটে ২টি! যা সাকিবের নামের পাশে বেমানান। তার মতো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের কাছ থেকে দল নিশ্চই বেশি কিছু চাইছে। আসরের দ্বিতীয় নতুন দল গুজরাটের অধিনায়ক সুরেশ রায়না। তিনিও ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এ পর্যন্ত করেছেন ২৭২ রান। আছেন ২২৭ রান করা নিউজিল্যান্ড তারকা ব্রেন্ডন ম্যাককুলাম। ওপেনিংয়ে তার সঙ্গী ডোয়াইন স্মিথ, টপঅর্ডারে দীনেশ কার্তিক, এ্যারন ফিঞ্চ, ডোয়াইন ব্রাভোকে নিয়ে লায়ন্সদের ব্যাটিং বেশ সমৃদ্ধ। বল হাতে ত্রাতার ভূমিকায় ব্রাভো নিয়েছেন দ্বিতীয় সর্বাধিক ১২ উইকেট। ৯ শিকারে অভিজ্ঞ ধাওয়াল কুলকার্নিও মন্দ করছেন না। লীগ পর্বে কলকাতা-গুজরাট এই প্রথম মুখোমুখি হচ্ছে। অন্যদিকে আগের দেখায় মুম্বাইর বিপক্ষে ৭ উইকেটের জয় পায় হায়দরাবাদ। বল হাতে সেদিন ৩২ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ। আইপিএলে দারুণ সময় কাটাচ্ছেন টাইগার পেসার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২ উইকেট নিয়ে স্বপ্নের অভিষেক। এরপর থেকেই কাটার-সেøায়ারে ক্রিকেট বিশ্বকে মোহিত করে চলেছেন ২০ বছরের বাঁহাতি পেসার। মুস্তাফিজ ১০ উইকেট নিয়ে উইকেট সংগ্রহের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে। ৬.২৩ ইকনোমি রেটে শীর্ষ দশ বোলারের মধ্যে তিনিই সবার ওপরে। আট ইনিংসে মুস্তাফিজের বোলিং ২/২৬, ১/২৯, ১/৩২, ১/১৯, ২/৯, ০/২১, ১/৩৪ ও ২/১৭! ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে শেষ ম্যাচে ম্যাচসেরা ভূবনেশ্বর কুমার তার প্রতিক্রিয়ায় বলেন, ‘মুস্তাফিজকে কৃতিত্ব দিতেই হবে। সে ব্যাটসম্যানদের চেপে ধরছে বলেই আমি নিয়মিত উইকেট পাচ্ছি।’ ৫ জয়ে পঞ্চম স্থানে থাকা প্রতিপক্ষ মুম্বাইর জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।
×