ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোহলির সেঞ্চুরিতে ব্যাঙ্গালুরুর জয়

প্রকাশিত: ০৬:১৪, ৮ মে ২০১৬

কোহলির সেঞ্চুরিতে ব্যাঙ্গালুরুর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে জেতালেন অধিনায়ক বিরাট কোহলি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল মহেন্দ্র সিং ধোনির পুনে সুপারজায়ান্টস। কিন্তু কোহলির ব্যাটিং তা-বের কাছে সেটি আর চ্যালেঞ্জ থাকেনি। ৩ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু। ৫৮ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কোহলি। দল পায় ৭ উইকেটের বড় জয়। এছাড়া লোকেশ রাহুল ৩৮ ও শেন ওয়াটসন ১৩ বলে ৩৬ রান করে আউট হন। অবশ্য ৮ম ম্যাচে এটি তাদের মাত্র তৃতীয় জয়, পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে কোহলির দল। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকা যেখানে নিষ্প্রভ সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে একাই খেলছেন অধিনায়ক। কোহিল যেভাবে ব্যাটিং করে যাচ্ছেন সেটিকে ‘অবিশ্বাস্য’ বললেও কম বলা হবে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, যেখানে হাফ সেঞ্চুরি ৪টি। ইনিংসগুলো দেখুন Ñ ৭৫, ৭৯, ৩৩, ৮০, ১০০*, ১৪, ৫২ ও ১০৮*! তার আগে টি২০ বিশ্বকাপে নিজের শেষ দুই ইনিংসে করেছিলেন ৮২* ও ৮৯* রান!! অজিঙ্কা রাহানে ও সৌরভ তিওয়ারির চমৎকার দুটি হাফ সেঞ্চুরির ওপর ভর করে বড় স্কোর গড়ে পুনে। ১৬ রান করে উসমান খাজা আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে ১১.৪ ওভারে ১০৬ রানের জুটি গড়েন এ দু’জন। ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭৪ রান করে শেন ওয়াটসনের বলে বোল্ড হন রাহানে। তিওয়ারি তার ৩৯ বলে ৫২ রানের ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে। ধোনি সুবিধা করতে পারেননি। ৯ রান করে ওয়াটসনের দ্বিতীয় শিকারে পরিণত হন পুনে অধিনায়ক। অস্ট্রেলিয়া থেকে উড়ে আসা জর্জ বেইলির আইপিএল শুরুটাও ভাল হয়নি। রানের খাতা খুলতে পারেননি তিনি। শেষদিকে রবিচন্দ্রন অশ্বিন ৫ বলে ১০ ও রজত ভাটিয়া ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার ওয়াটসন। একটি করে শিকার ক্রিস জর্ডান ও যুবেন্দ্র চাহাল। দশম ম্যাচে সপ্তম হারে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে ধোনির পুনে। কেভিন পিটারসেন-স্টিভেন স্মিথসহ তিন-চারজন বড় তারকাকে হারিয়ে ধুঁকছে তারা। স্কোর ॥ পুনে ১৯১/৬ (২০ ওভার; রাহানে ৭৪, সৌরভ তিওয়ারি ৫২, খাজা ১৬, থিসারা পেরেরা ১৪, অশ্বিন ১০*, ভাটিয়া ৯*, ধোনি ৯, বেইলি ০; ওয়াটসন ৩/২৪, চাহাল ১/৩৮, জর্ডান ৪/৪৩) ব্যাঙ্গালুরু ১৯৫/৩ (১৯.৩ ওভার; কোহলি ১০৮*, লোকেশ রাহুল ৩৮, ওয়াটসন ৩৬, হেড ৬*; এডাম জাম্পা ২/৩৫, আরপি সিং ১/৩৭) ফল ॥ ব্যাঙ্গালুরু ৭ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ কোহলি (ব্যাঙ্গালুরু)।
×