ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ চমক চলছেই

প্রকাশিত: ০৬:১৪, ৮ মে ২০১৬

মুস্তাফিজ চমক চলছেই

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাখ্যা করার শব্দমালা ফুরিয়ে গেছে। ধারাবাহিকভাবে যা করে চলেছেন তাকে আর বিশেষায়িত করার জন্য কোন বাক্য বাকি নেই। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) উজ্জ্বলতা ছড়িয়েই যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ডেথ ওভার কিংবা শুরুর দিকে যেখানেই বল করতে শুরু করেন তার বলে রান করাটা কঠিন। ক্রিজে যে ব্যাটসম্যানই থাকুন। আরেকবার সেটা করে দেখালেন গুজরাট লায়ন্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের এ বাংলাদেশী বাঁহাতি পেসার। এবার ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুটি উইকেট শিকার করলেন বোলিং ত্রাস মুস্তাফিজ। তবে দুর্দান্ত এ নৈপুণ্যের পরও ম্যাচসেরা হতে পারেননি। ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়া ভূবনেশ্বর কুমার কৃতিত্বটা দিয়েছেন মুস্তাফিজকেই। কারণ দলের অন্য বোলারদের ওপর থেকে চাপটা কমিয়ে দেন মুস্তাফিজ এমনটাই দাবি ভূবনেশ্বরের। হায়দরাবাদের বোলাররা এখন রপ্ত করতে চাইছেন সেøায়ার আর কাটার। শুক্রবার রাতে গুজরাটের বিরুদ্ধে ময়সেস হেনরিক্স, ভূবনেশ্বর ও বারিন্দার স্রান চেষ্টা করে গেছেন সেটাই। কিন্তু ‘কাটার’ মাস্টার মুস্তাফিজ এক্ষেত্রে সিদ্ধহস্ত। এদিন নিজের প্রথম ওভারেই তিনি তুলে নেন দিনেশ কার্তিককে। সেটি ছিল ইনিংসের ষষ্ঠ ওভার। সে ওভারের প্রথম বলেই একটি অফকাটারে ভ্যাবাচ্যাকা খাইয়ে দিয়েছিলেন টি২০ ক্রিকেটের বিস্ফোরক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম। কিন্ত শিখর ধাওয়ান ক্যাচটা ধরতে পারেননি। ফিল্ডিংয়েও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। ভূবনেশ্বরের পাওয়া প্রথম উইকেটে অবদান ছিল তার। তৃতীয় ওভারে ডোয়াইন স্মিথের তুলে দেয়া ক্যাচটি লুফেছেন দারুণ দক্ষতায়। নিজের প্রথম ওভারটিতে ২ রান দিয়ে নেন ১ উইকেট। ১৪তম ওভারে ফিরে মাত্র এক রান দেন এ্যারন ফিঞ্চ ও ডোয়াইন ব্রাভোকে। ১৭তম ওভারে দেন ৬ রান। আর ১৯তম ওভারে ৮ রান দিয়ে তুলে নেন রবীন্দ্র জাদেজার উইকেট। ইকনোমি রেটের জন্য চলতি আইপিএলে দারুণ প্রশংসিত হচ্ছেন মুস্তাফিজ। আগের কয়েকটি আসরে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইণ দারুণ ইকনোমি রেটে বোলিং করেছেন। কিন্তু এবার পেসার কিংবা স্পিনার সবাইকে ছাড়িয়ে গেছেন ফিজ। অবশ্য অসি স্পিনার মিচেল মার্শ মাত্র ৩ ম্যাচ খেলে ৫.০০ ইকনোমিতে নিয়েছেন ৪ উইকেট। এরপরই মুস্তাফিজ। কিন্তু তিনি খেলেছেন ৮ ম্যাচ। ৬.২৩ ইকনোমিতে ১০ উইকেট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছেন তিনি। বল হাতে হাসি মুখের এই ঘাতককে সামলানো যে কত কঠিন তা কেবল ক্রিজে থাকা ওই ব্যাটসম্যানই বোঝেন। সেটা আরেকবার গুজরাটের ব্যাটসম্যানরা বুঝেছেন। দু’দলের প্রথম দেখাতেও মুস্তাফিজের দারুণ বোলিংয়ে চলতি আসরে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন ১৩৫ রান করেছিল গুজরাট। সে ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। এবার তারা করতে পেরেছে মাত্র ১২৬ রান। সব সময়ের মতো এদিনও ইকনোমি রেটে সবার চেয়ে এগিয়ে ছিলেন মুস্তাফিজ। তার ইকনোমি রেট ছিল ৪.২৫। প্রথম ওভারে দেয়া মেডেনেই এগিয়ে গেছেন ভূবনেশ্বর। এছাড়া স্মিথ ও সুরেশ রায়নার মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। তবে ম্যাচসেরা হওয়ার ক্ষেত্রে দাবিদার ছিলেন মুস্তাফিজই কম রান দেয়ার জন্য। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচেসেরা হয়েছিলেন মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। তবে ম্যাচসেরার পুরস্কার হাতে নেয়ার সময় ভূবনেশ্বর কৃতিত্ব দিলেন মুস্তাফিজকেই। তিনি বলেন, ‘নতুন বলে প্রথমে ২/৩ উইকেট নেয়াটা জরুরী। মুস্তাফিজকে নিয়ে কিছু বলার নেই। তার সেøায়ার বল খুবই কঠিন এবং তিনিই হচ্ছেন সেই ব্যক্তি যে আমার ওপর থেকে সব চাপ উঠিয়ে নেন।’
×