ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৫১, ৮ মে ২০১৬

প্রতিবাদ

গত পহেলা মে জনকণ্ঠে ‘বহুতল ভবনে ব্যবহৃত হচ্ছে অনুমোদনহীন নিম্নমানের রসদ, বিপদ কেমিক্যালে’ প্রকাশিত সংবাদের দুটি পৃথক অংশের প্রতিবাদ করেছে রিপোর্টে উল্লেখিত দুইটি প্রতিষ্ঠান। এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়েছে, গুণগতমান বজায় রেখে বৈধভাবে প্রতিষ্ঠানটি ব্যবসা করছে। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ব্যতীত সকল বৈধ কাগজপত্র রয়েছে। পরিবেশ ছাড়পত্র পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। কোম্পানির কেমিক্যাল বুয়েট কর্তৃক পরীক্ষিত। সিমিক্স কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় বৈরাগী স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, কোম্পানিটির নিম্নমানের কেমিক্যাল উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি সঠিক নয়। তাদের কেমিক্যাল সাইন্স ল্যাবরেটরি, বুয়েটের কেমিক্যাল ও সিভিল বিভাগ কর্তৃক পরীক্ষিত। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র পেতে আবেদন করা হয়েছে। যা প্রক্রিয়াধীন।
×