ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে চুলার আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু ॥ কুপিয়ে অটো ছিনতাই

প্রকাশিত: ০৫:৫০, ৮ মে ২০১৬

রাজধানীতে চুলার আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু ॥ কুপিয়ে অটো ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় চুলার আগুনে দগ্ধ হয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। এদিকে রামপুরায় ছিনতাইকারীরা চালককে কুপিয়ে তার অটোরিক্সা ছিনিয়ে নিয়ে গেছে। কমলাপুর রেলস্টেশনে তিন হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে রেলপুলিশ। যাত্রাবাড়ীতে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর বাড্ডায় সোনিয়া আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে। তার স্বামী সোফেয়াত হোসেন সৌদি প্রবাসী। তিনি দক্ষিণ বাড্ডার ১৩৩ নম্বরে বাড়িতে বসবাস করতেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসায় রান্না করার সময় সোনিয়া আক্তার অগ্নিদগ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। কিভাবে আগুন লেগেছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি। ছিনতাই ॥ রাজধানীর রামপুরার মেরাদিয়া এলাকায় ছিনতাইকারীরা মোঃ রাসেল (২৫) নামে এক অটোরিক্সাচালককে ছুরিকাঘাত করে তার অটোরিক্সা ছিনিয়ে নিয়ে গেছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাসেল জানান, শনিবার সকাল ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে মেরাদিয়া টেম্পোস্ট্যান্ডের দিকে রওনা দেন তিনি। পথে মেরাদিয়ার ১০তলা বিল্ডিংয়ের সামনে এলে আরও দুই যাত্রী তার অটোরিক্সাকে গতিরোধ করে। একপর্যায়ে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অটোরিক্সাচালক রাসেল এখনও চিকিৎসাধীন। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইকারীদের গ্রেফতার ও তার গাড়িটি উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে তিনি জানান। ইয়াবাসহ মহিলা গ্রেফতার ॥ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তিন হাজার ইয়াবাসহ নাজমা আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে রেলপুলিশ। ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, শনিবার সকাল ৯টায় চট্টলা এক্সপ্রেসে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন নাজমা আক্তার নামে ওই যাত্রী। পরে তাকে তল্লাশি করে ওই ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া যায়। তিনি জানান, পুলিশের সন্দেহ হলে তাকে একটি কামরায় নিয়ে তল্লাশি করা হয়। পলিথিনে মোড়ানো ট্যাবলেটগুলো যৌনিপথে লুকিয়ে রেখেছিলেন তিনি। নাজমার বাড়ি চট্টগ্রামে। ওসি জানান, গ্রেফতারকৃত নাজমা এর আগেও ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। নাজমার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যৌন উত্তেজনা সৃষ্টিকারী এই ট্যাবলেট নেশা উদ্রেকের জন্য ব্যবহার হয় বলে বাংলাদেশে নিষিদ্ধ। পাঁচ ডাকাত গ্রেফতার ॥ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ ওমর ফারুক, রানা হাসান ওরফে রাজন, মোঃ সোহেল, তাইজুল ইসলাম জনি ও আইস পাটোয়ারী। শনিবার ভোরে যাত্রাবাড়ী জনপথ চৌরাস্তা মোড়ের দক্ষিণ পাশে ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ককটেল, ২টি ছোরা ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধারের দাবি করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মোঃ মারুফ হোসেন সরদার জানান, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সায়েদাবাদ বাস টার্মিনালের আশপাশে ছিনতাই ও ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
×