ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তোয়াব খানকে দেখতে গেলেন দুই মন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৯, ৮ মে ২০১৬

তোয়াব খানকে দেখতে গেলেন দুই মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক তোয়াব খানের অবস্থা আরও উন্নতির দিকে। শনিবার তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে ৫০১ নং কেবিনে স্থানান্তর করা হয়েছে। আগামী দু’ একদিনের মধ্যে তিনি হাসপাতাল ত্যাগ করতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকরা। শনিবার তাঁকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তাঁরা বেশ কিছুক্ষণ তোয়াব খানের পাশে অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তোয়াব খানের দ্রুত আরোগ্য লাভ কামনা করেন দুই মন্ত্রী। হাসপাতাল সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ল্যাব এইড হাসপাতালের ৫০১ নং কেবিনে সাংবাদিক তোয়াব খানকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি সেখানে প্রায় ১৫ মিনিট অবস্থান করে তোয়াব খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সেই সময় তোয়াব খানের সহধর্মিণী হাজেরা খানম, ল্যাব এইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বরেন চক্রবর্তীসহ দায়িত্বরত চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শনিবার বিকেল সাড়ে তিনটায় তোয়াব খানকে দেখতে যান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। উল্লেখ্য, নিউমোনিয়াজনিত জটিলতায় বৃহস্পতিবার রাত পৌনে দশটায় ল্যাব এইড হাসপাতালে তোয়াব খানকে ভর্তি করানো হয়। তিনি ল্যাব এইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
×