ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে কয়লা বিদ্যুতবিরোধী দুই নেতা অস্ত্রসহ আটক

প্রকাশিত: ০৫:৪৬, ৮ মে ২০১৬

বাঁশখালীতে কয়লা  বিদ্যুতবিরোধী  দুই নেতা  অস্ত্রসহ আটক

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৭ মে ॥ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ ডিএমপি ধানম-ি থানা এলাকায় অভিযান চালিয়ে কয়লা বিদ্যুতবিরোধী আন্দোলনের দুই নেতাকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে। শনিবার বিকেলে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন আটকের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় তিনি জানান, বাঁশখালী থানার এজাহারভুক্ত আসামি গন্ডামারা ১নং ওয়ার্ডের সোনাইর বর বাড়ির মৃত আমীর আলীর পুত্র মোঃ আলী নবী (৪৫) ও একই এলাকার তালুকদার বাড়ির মৃত সুয়াজান মিয়ার পুত্র মোঃ শফিউল আলম (২৯) দেরকে দীর্ঘদিন থেকে পুলিশ খুঁজছিল। সর্বশেষ মোবাইল ট্রেকিংয়ে এই দুই আসামি রাজধানী ঢাকার ধানম-ি এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে। সেই সূত্র ধরে শুক্রবার ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি দেশীয় তৈরি এল.জি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গন্ডামারা মুজিব কেল্লা এলাকায় কয়লা বিদ্যুত বিরোধী আন্দোলনে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় গত ৪ এপ্রিল এরা সক্রিয়ভাবে অস্ত্র ও গুলির মহড়ার চালিয়েছিল। এ ঘটনায় ৪ জন নিহত ও পুলিশ সদস্য কমপক্ষে আহত হয়েছিল অর্ধশতাধিক। আটক দুই নেতা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও দাবি করেন থানা পুলিশ।
×