ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিকারুন নিসার ছাত্রী সুমাইয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৪০, ৮ মে ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজের মেধাবী ছাত্রী সুমাইয়া আক্তারের (২২) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীস্থ ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিতা আবিদুর রহমান যমুনা ব্যাংকে কর্মরত আছেন। সন্তানের চিকিৎসার পেছনে সহায় সম্পত্তি হারিয়ে নিঃস্ব হওয়ার পাশাপাশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আবিদুর রহমান। প্রতি সপ্তাহে সুমাইয়াকে থেরাপি ও রক্ত দিতে হয়। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা অব্যাহত রাখতে প্রায় ১০ লাখ টাকা দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু সুমাইয়ার মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, সুমাইয়ার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরেÑ ০১৯৩০৩৮৮১১২ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবেÑ মোঃ আবিদুর রহমান, ডাচ্-বাংলা ব্যাংক লিঃ (অনলাইন), হিসাব নং ২২৭১০৭২০১। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগ খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×