ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বজ্রপাতে কৃষক ও নারীসহ ৭ জন নিহত ॥ ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

প্রকাশিত: ০৫:৩৯, ৮ মে ২০১৬

বজ্রপাতে কৃষক ও নারীসহ ৭ জন নিহত ॥ ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে সাতজন নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরের নগরকান্দা ও চরভদ্রাসনে বজ্রপাতে কৃষকসহ দুইজন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুইজন, শাহজাদপুরে দুইজন ও নীলফামারীতে একজন নিহত হয়। শনিবার বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে। এদিকে কালবৈশাখী ঝড়ে শরীয়তপুরের ভেদরগঞ্জে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কৃষক হাফিজ তালুকদার (৪৫) শনিবার নিজ গ্রামের উত্তর পাশের জমিতে ধান কাটতে যান। দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি জমির পাশের একটি মেশিন ঘরে আশ্রয় নেন। হঠাৎ মেশিন ঘরের ওপর বজ্রপাত আঘাত হানলে কৃষক হাফিজ গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে দুপুরে বজ্রপাতে হাজীডাঙ্গী গ্রামের আমেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আমেনা চরভদ্রাসন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে মারাত্মক আহত হন তিনি। তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জে বজ্রপাতে দুইজন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় বনডাঙ্গা ও বহড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বনডাঙ্গা গ্রামের তাজুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন (৬৫) ও খটশিংগা গ্রামের রামারন্দের পুত্র মাধব চন্দ্র (১৮)। আহতরা হলেন রাতন গ্রামের দিলীপ চন্দ্র রায়, বহড়া গ্রামের নয়া বানিয়া, মতিউর রহমান, জিতেন্দ্র নাথ রায়, খলিলুর রহমান ও আঙ্গাই। এদিকে পীরগঞ্জে শনিবার সকালে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও প্রচ- ঝড়ো হাওয়ার কারণে পাকা বোরো ধান, ভুট্টা ক্ষেত, আম, লিচু, পাট ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নীলফামারী ॥ বজ্রপাতে মোখলেছুর রহমান (৫০) নামে এক কৃষক নিহত এবং দুই গৃহবধূ আহত হয়েছেন। শনিবার দুপুরে সৈয়দপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মোখলেছুর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ববেলপুকুর গ্রামের বাসিন্দা। আহত আমজাদ হোসেনের স্ত্রী মল্লিকা (২৫) ও সৈয়দপুর ওয়াপদা মহল্লার আব্দুল মালেকের স্ত্রী মনোয়ারা বেগমকে (৪০) সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীয়তপুর ॥ শনিবার দুপুরে কালবৈশাখী ঝড়ে ভেদরগঞ্জের উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, কাচিকাটা, দুলারচর, কাজলকোট, গৌরাঙ্গবাজার এলাকায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রানিসার, পশ্চিম ছয়গাঁও, ছত্রমুড়িয়া, সিংগাচূড়া, নজিমপুর, কাজলকোট গ্রামে সহস্রাধিক একর জমির পাকা ইরি-বোরো ধান বৃষ্টিতে তলিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। শাহজাদপুর (সিরাজগঞ্জ) ॥ শাহজাদপুরে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ৩টায় বজ্রপাতে রূপবাটি ইউপির শেলাচাপরি গ্রামে ভুলবাকুটিয়া গ্রামের হাজী নুর মোহাম্মদ বক্সের পুত্র জাহাঙ্গির (২৭) ও ডায়া গ্রামের আঃ সামাদের পুত্র সোহেলের (১৪) মৃত্যু ঘটে। এ সময় তারা একজন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলো অপরজন মাঠে কাজ করছিল।
×