ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

২২ মে পবিত্র শব-ই বরাত

প্রকাশিত: ০৫:৩৮, ৮ মে ২০১৬

২২ মে পবিত্র শব-ই বরাত

স্টাফ রিপোর্টার ॥ ২২ মে রবিবার সারাদেশে পবিত্র শব-ই বরাত পালিত হবে। শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সন্ধ্যায় চাঁদ দেখা শেষে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে দেশের আকাশে কোথাও ১৪৩৭ হিজরির পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ৮ মে পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ৯ মে সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। চাঁদ দেখা না যাওয়ার পেক্ষিতে কমিটির পক্ষ থেকে ১৪ শাবান ২২ মে রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বারাআত পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মোঃ আমজাদ আলী। সভায় উল্লেখ করা হয় ১৪৩৭ হিজরির পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, শনিবার ৭ মে সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, ৮ মে রবিবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। ৯ মে সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।
×