ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবার পুলিশের ওপর হামলা, রাজধানীতে এএসআই ছুরিকাহত

প্রকাশিত: ০৫:৩২, ৮ মে ২০১৬

আবার পুলিশের ওপর হামলা, রাজধানীতে এএসআই ছুরিকাহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বংশালে আনিছুর রহমান নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করা হয়েছে। আহত পুলিশ কর্মকর্তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মুখে ও গলার বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটে। হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার হয়েছে। হামলাকারীকে গ্রেফতারে অভিযান চলছে বলে আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে দেখার পর জানিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। শনিবার সকাল পৌনে নয়টায় রাজধানীর পুরান ঢাকার বংশাল থানাধীন নবাবপুরের ফুটপাথে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার সময় ওই পুলিশ কর্মকর্তা তিনজন কনস্টেবল নিয়ে আনিছুর রহমান ব্রাদার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের পাশে আরজু হোটেলের সামনের ঢাকা গলিতে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ কর্মকর্তা গলির দিকে ছিলেন। অপর তিন কনস্টেবল খানিকটা দূরে অবস্থান করছিলেন। দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার সঙ্গে খোকা (৪৫) নামের এক প্লাস্টিক পাইপ ব্যবসায়ীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকা পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে। এতে তার কান, ঘাড়ে, বুক ও পা ক্ষতবিক্ষত হয়। বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দীক জানান, খোকার সঙ্গে দ্বন্দ্বের সূত্র ধরে খোকা পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে। হামলায় ব্যবহৃত অস্ত্রটি খোকার দোকান থেকে উদ্ধার হয়েছে। অস্ত্রটি ব্যবসায়িক কাজের জন্য দোকানেই ছিল। উত্তেজনার বশবর্তী হয়ে ওই ব্যবসায়ী দোকানে থাকা অস্ত্র দিয়েই পুলিশকে এলোপাতাড়ি আঘাত করে। পূর্বপরিকল্পনার অংশ হিসেবে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের উদ্দেশ্যে অস্ত্রটি দোকানে আগ থেকেই রাখা হয়নি বলে সার্বিক বিষয় পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে। অসুস্থতার কারণে আহত পুলিশ কর্মকর্তার জবানবন্দী নেয়া সম্ভব হয়নি। সুস্থ হলে হামলার বিষয়ে আহতের জবানবন্দী গ্রহণ করা হবে। হামলাকারী খোকাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বংশাল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লন্ডন চৌধুরী জানান, আহত আনিছুর রহমান নবাবপুর পুলিশ ফাঁড়িতে প্রায় এক বছর যাবত কর্মরত। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায়। আহত আনিছুর রহমান ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। চিকিৎসাধীন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে দেখার পর লালবাগ বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন আহমেদ জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে কি কারণে পুলিশ কর্মকর্তাকে এভাবে ছুরিকাঘাতে আহত করা হয়েছে তা স্পষ্ট নয়। সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে শনিবার বেলা এগারোটার দিকে আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে দেখার পর ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। কোন মহল আগে থেকেই তার ওপর ক্ষিপ্ত থাকতে পারে। তারই ধারাবাহিকতায় আকস্মিক এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
×