ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে রবীন্দ্র জয়ন্তী

প্রকাশিত: ০৪:১১, ৮ মে ২০১৬

খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে রবীন্দ্র জয়ন্তী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে কবিগুরুর সহধর্মিণী মৃণালিনী দেবীর স্মৃতি বিজড়িত খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি ‘রবীন্দ্রকমপ্লেক্স’ প্রাঙ্গণে ২৫ থেকে ২৭ বৈশাখ পর্যন্ত তিন দিনব্যাপী লোকমেলা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এবং বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। কাল ২৬ বৈশাখ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান। ২৭বৈশাখ মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পুরুষের বাড়ি পিঠাভোগ গ্রামে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালাকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আজ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছাদেকুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। সভাপতিত্ব করবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। সমাপনী দিন প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা। এছাড়া খুলনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়েছে।
×