ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যানেল চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী

প্রকাশিত: ০৪:১০, ৮ মে ২০১৬

চ্যানেল চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী

সংস্কৃতি ডেস্ক ॥ আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি এবং বাংলা সাহিত্যের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি এবং রবীন্দ্রনাথের গানের সঙ্গে নৃত্য। এছাড়া কোন কোন চ্যানেল রবীন্দ্রনাথ বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এসব অনুষ্ঠান। চ্যানেলগুলোর রবীন্দ্রজয়ন্তীর আয়োজন নিয়ে এ প্রতিবেদন। চ্যানেল আইয়ের রবীন্দ্রমেলা : চ্যানেল আইয়ের উদ্যোগে ১১বারের মতো হতে যাচ্ছে রবীন্দ্রমেলা। রবীন্দ্র সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। রবীন্দ্রসঙ্গীত চর্চায় বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী তপন মাহমুদকে দেয়া হবে আজীবন সম্মাননা। চ্যানেল আই ভবন চত্বরে আজ বিকেল সাড়ে ৪টায় শুরু হবে রবীন্দ্রমেলা। এনটিভিতে ‘হঠাৎ দেখা’ : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জয়ন্তীর বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ রাত সাড়ে ১১ টায় প্রচার হবে বিশেষ নাটক ‘হঠাৎ দেখা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতার অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আরফান নিশো, নূসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম টিপু, আশরাফুল আশীষ প্রমুখ। আর টিভিতে ‘অপরিচিতা’ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘অপরিচিতা’। সুমন আনোয়ারের নাট্যরূপ ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন, মম, রওনক হাসান, কিসলু, শিল্পী সরকার অপু, সুমন আনোয়ার প্রমুখ। নাটকটি প্রচার হবে আজ রাত ৮-২০ মিনিটে। এসএটিভিতে ‘তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’ : রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশ্ব কবিকে শ্রদ্ধা জানাতে কবির কবিতা ও সংলাপে গাঁথা প্রেম পর্বের গান নিয়ে এসএটিভির বিশেষ আয়োজন ‘তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’। গুলশান ক্লাব, ল্যামডা হল থেকে অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৭-৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে। সারাদেশে তথা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালী দর্শকদের উপভোগের জন্য এই আয়োজন। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করবে সুরের ধারা, রবিরাগ, আবৃত্তি পরিবেশন করবেন শিমুল মুস্তাফা, শারমিন লাকী, একক সঙ্গীত পরিবেশন করবেন পাপিয়া সারোয়ার, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, লিলি ইসলাম, শাকিলা জাফর, চঞ্চল খান, অনিমা রায়, আজিজুর রহমান তুহিন, নন্দিতা ইয়াসমিন, সেলিনা হুদা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন পুজা সেনগুপ্ত। প্রযোজনায় কামরুজ্জামান রঞ্জু। জিটিভিতে ‘সমুখে শান্তি পারাবার’: আজ বেলা ৩টায় প্রচার হবে সপ্তবিংশ রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান ‘সমুখে শান্তি পারাবার’। অনুষ্ঠানে থাকছে রবীন্দ্রনাথের গান, কবিতা, আলোচনা এবং নৃত্য। অনুষ্ঠানে আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও বেলায়েত হোসেন। গান পরিবেশন করবেন মিতা হক, চঞ্চল খান, নন্দিতা ইয়াসমিন এবং অনিমা রায়। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে প্রচার হবে মা দিবসের বিশেষ ‘এই সন্ধ্যায়’। এতে অতিথি থাকবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলরুবা খান ও তার মেয়ে শিমুল খান। দেশ টিভিতে ‘তোমায় ভালবেসে’ : রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দেশ টিভি আয়োজন করেছে বিশেষ লাইভ অনুষ্ঠান ‘তোমায় ভালবেসে’। গান, কবিতার সমন্বয়ে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন লাইসা আহমেদ লিসা ও অনিমা রায়। কবিতা আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।তানিয়া হোসেনের উপস্থাপনা এবং ওয়ালিদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে আজ রাত ৯-৪৫ মিনিটে। এছাড়া আজ রাত ৭-৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘পুত্রযজ্ঞ’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে, নাহিদ আহমেদ পিয়ালের চিত্রনাট্য ও পরিচালনার নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শশী, দিপা খন্দকার, জিতু আহসান। এটিএন বাংলার ‘এসো আনন্দ আলোয়’: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আজ রাত ১০-৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এসো আনন্দ আলোয়’। অনুষ্ঠানে থাকছে আবৃত্তি, দলীয় নৃত্য, দুটি কথা, সঙ্গীত পরিবেশনা, নাট্যাংশ এবং পদ্মা পাড়ের রবীন্দ্রনাথের প্রতিবেদন নিয়ে। অনুষ্ঠানে শেষের কবিতা আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা। আনন্দ লোকে গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করেছেন অলিভ ইসলাম ও তার দল। সঙ্গীত পরিবেশন করেছেন তপন মাহমুদ ও সালমা আকবর। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের অর্থনৈতিক চিন্তা নিয়ে কথা বলেছেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূর উল ইসলাম এবং অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। নাটক কালের যাত্রাধ্বনি থেকে উপস্থাপনা করেছেন পদাতিক নাট্য সংসদ। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা পরিকল্পনা ও পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু। এছাড়া রাত ৮টায় প্রচার হবে শিল্পী ইভা রহমানের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘মনে রবে কিনা রবে আমারে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য। এর আগে সকাল ৮-২০ মিনিটে রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’ এর বিশেষ পর্বে অংশ নেবেন শিল্পী ফাহিম হোসেন এবং শামা রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান। সকাল ৯-২০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ নাটক ‘ছুটি’, নাট্যরূপ- পলাশ খন্দকার, পরিচালনা-কাজলী আহমেদ। বেলা ৩-১০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘গ্রাম বাংলার রবীন্দ্রনাথ’, পরিচালনা-নবুয়াত রহমান। বেলা ৪টা ২৫মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির ১০০ বছর’, পরিচালনা- আসলাম শিকদার। রাত ৮টা ৪৫মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘অস্পষ্ট’। নাটকের চিত্রনাট্য ও পরিচালনা- অঞ্জন আইচ। এছাড়া রাত ১০-৫৫ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এসো আনন্দ আলোয়’। বিশেষ এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সৈয়দ মনজুরুল ইসলাম এবং পরিচালনায় রয়েছেন- মুকাদ্দেম বাবু।
×