ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনের ষষ্ঠধাপে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ০৪:০৬, ৮ মে ২০১৬

ইউপি নির্বাচনের ষষ্ঠধাপে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ষষ্ঠ ধাপে ৭২৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার চতুর্থ ধাপের নির্বাচনের ভোট চলাকালে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত দলের মনোনয়ন বোর্ডের তিন দফা বৈঠক করে শুক্রবার রাতে সব ইউনিয়নে দলের একক প্রার্থিতা চূড়ান্ত করা হয়। এই পর্যন্ত অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অনেক ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে বিদ্রোহী প্রার্থীদের বিজয়ী হওয়া প্রার্থী নির্বাচনে ভুল প্রমাণ করে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, এই সমস্যা প্রার্থী বাছাইয়ের জন্য নয়। প্রায় সাড়ে পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে, এর মধ্যে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছে, যা অত্যন্তই নগণ্য। প্রার্থী তালিকা প্রকাশের পর দল মনোনীত প্রার্থীদের অনুকূল প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীক বরাদ্দের চিঠি বিতরণ শুরু হয়। নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যাঁরা রাজশাহী বিভাগ ॥ বগুড়া জেলার সদর উপজেলার ফাঁপোরে মোঃ আবদুর রাজ্জাক, সাবগ্রামে মোঃ ইসরাইল হক সরকার, নিশিন্দারায় মোঃ মাহফুজার রহমান, এরুলিয়ায় মোঃ রবিউল ইসলাম (লিটন), রাজাপুরে মোঃ গিয়াস, শাঁখারিয়ায় মোঃ আবু সুফিয়ান, শেখেরকোলায় মোঃ কামরুল হাসান, গোকুলে মোঃ সওকাদুল ইসলাম সরকার, নুনগোলায় মোঃ আলীম উদ্দিন, লাহিড়ীপাড়ায় মোঃ আজাহারুল হান্নান, নামুজায় মোঃ মোকলেছার রহমান, সোনাতলা উপজেলার বালুয়ায় মোঃ রুহুল আমিন, শাহাজানপুর উপজেলার আশেকপুরে মোঃ ফিরোজ আলম, মাদলায় মোঃ আবদুল বারী ম-ল, মাঝিড়ায় মোঃ নাছির উদ্দীন (বাবলু), আড়িয়ায় মোঃ খোরশেদ আলম, খরনায় মোঃ সাজেদুর রহমান সাহীন, গোহাইলে মোঃ আলী আতোয়ার তালুকদার ফজু, খোট্টাপাড়ায় মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, চুপিনগরে মোঃ মাহফুজার রহমান বাবলু ও আমরুলে মোঃ সাইফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আলাতুলীতে মোঃ কামরুল হাসান, পবা উপজেলার দর্শনপাড়ায় মোঃ কামরুল হাসান, হুজুরীপাড়ায় মোঃ গোলাম মোস্তফা, দামকুড়ায় মোঃ রফিকুল ইসলাম, হরিপুরে মোঃ বজলে রেজবি আল হাসান, হড়গ্রামে মোঃ আবুল কালাম আজাদ, হরিয়ানে হাসান আহম্মেদ, পারিলায় মোসা. ফাহিমা বেগম, বড়গাছীতে মোঃ মোবারক আলী, বাঘা উপজেলার বাউসায় মোঃ শফিকুর রহমান, আড়ানীতে মোঃ রফিকুল ইসলাম, চকরাজাপুরে ডি.এম. আবুল মনোয়ার। মোহনপুর উপজেলার জাহানাবাদে মোঃ হযরত আলী, বাকশিমইলে মোঃ আল মোমিন শাহ, মৌগাছীতে মোঃ আল-আমিন বিশ্বাস, রায়ঘাটিতে শ্রী সুরঞ্জিত সরকার, ধুরইলে খো. মোঃ রবিউল ইসলাম, ঘাসিগ্রামে মোঃ আজাহরুল ইসলাম। নওগাঁর সদর উপজেলার বর্ষাইলে মোঃ শামছুজ্জোহা, কীর্তিপুরে মোঃ আতোয়ার রহমান, বক্তারপুরে মোঃ মোরশেদুল আলম, তিলকপুরে মোঃ রেজাউল করিম, বোয়ালিয়ায় মোঃ হাছানুর আল (মামুন), চ-িপুরে মোঃ বেদারুল ইসলাম, হাপানিয়ায় মোঃ আফজার আলী, দুবলহাটিতে মোঃ মখলেছুর রহমান (আজম), হাঁসাইগাড়ীতে মোঃ আঃ জলিল (সুইট), বলিহারে মোঃ আফহাব আলী, শিকারপুরে মোঃ জাহিদুর রহমান, শৈলগাছীতে মোঃ আব্দুল গফুর সরদার। বদলগাছি উপজেলার বদলগাছীতে মোঃ আনোয়ার হোসেন, মাথুরাপুরে মোঃ আব্দুর রহমান, পাহাড়পুরে আবু হাসনাত মোঃ মিজানুর রহমান, মিঠাপুরে মোঃ ফিরোজ হোসেন, কোলায় মোঃ আবু বকর সিদ্দিক, বেলাশবাড়ীতে মোঃ এমরান হোসেন খান, আধাইপুরে মোঃ জিল্লুর রহমান, বালুভড়ায় শেখ মোঃ আয়েন উদ্দীন। মহাদেবপুর উপজেলার মহাদেবপুরে মাহবুবুর রহমান ধলু, হাতুরে মোঃ বেলাল উদ্দীন, চান্দাসে মোঃ আবদুর রশিদ, রাইগাঁয় মোঃ মুনজুর আলম, এনায়েতপুরে মোঃ মেহেদী হাসান মিঞা, সফাপুরে মোঃ ময়নুল ইসলাম, উত্তরগ্রামে রণজিৎ কু-ু, চেরাগপুরে শিবনাথ মিশ্র, ভীমপুরে মোঃ হাসান আলী ম-ল। নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগরে মোঃ আবদুল কুদ্দুস, বাগাতিপাড়ায় মোঃ মজিবর রহমান, দয়ারামপুরে মোঃ মাহাবুর ইসলাম (মিঠু), ফাগুয়াড়দিয়াড়ে মোঃ জহুরুল ইসলাম, গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে মোঃ আইয়ুব আলী, বিয়াঘাটে মোঃ মোজাম্মেল হক, খরজীপুরে মোঃ মনিরুল ইসলাম, মুশিন্দায় মোঃ মোস্তাফিজুর রহমান, ধারাবারিসায় মোঃ আব্দুল মতিন, চাপিলায় আলাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুরে মোঃ রফিকুল ইসলাম, বাংগালায় মোঃ সোহেল রানা, উধুনিয়ায় রেজাউল করিম বাচ্চু, বড় পাংগাশীতে মোঃ হুমায়ূন কবির লিটন, মোহনপুরে মির্জা খালিদ ইনতেজার শক্তি, দুর্গানগরে মোঃ আফচার আলী, পূর্ণিমাগাতীতে আলহাজ খলিলুর রহমান, সলঙ্গায় মোঃ আকমল হোসেন সরকার, হাটি কুমরুলে মোঃ হেদায়েতুল আলম, বড়হরে মোঃ জহুরুল হাসান, উল্লাপাড়ায় মোঃ আব্দুস সালেক, পঞ্চক্রোসীতে মোঃ ফিরোজ উদ্দিন, সলপে মোঃ শওকত ওসমান। শাহজাদপুর উপজেলার কৈজুরীতে মোঃ সাইফুল ইসলাম, চৌহালী উপজেলার ঘোড়জানে মোঃ রমজান আলী। পাবনা জেলার সদর উপজেলার ভাঁড়ারায় মোঃ আবু সাঈদ খান, দোগাছিতে মোঃ আলতাব হোসেন, চর তারাপুরে রবিউল হক (টুটুল), হিমায়েতপুরে মোঃ মঞ্জুরুল ইসলাম, মালিগাছায় মোঃ উম্মাত আলী, মালঞ্চিতে মোঃ আব্দুল আলিম, দাপুনিয়ায় মোঃ আব্দুল লতিফ (ঠান্টু), আতাইকুলায় খোন্দকার আতিয়ার হোসেন, সাদুল্লাপুরে মোঃ রইস উদ্দিন খাঁন, গয়েশপুরে মোঃ মোতাহার হোসেন, চাঁটমোহর উপজেলার হান্ডিয়ালে মোঃ রবিউল করিম, বিলচলনে মোঃ আবুল কালাম আজাদ, নিমাইচড়ায় এম. এইচ. এম. কামরুজ্জামান, ছাইকোলায় মোঃ নজরুল ইসলাম, শুনাইগাছায় মোঃ নুরুল ইসলাম এবং হরিপুরে মোঃ মকবুল হোসেন বাচ্চু। রংপুর বিভাগ ॥ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালভাংগায় মোঃ আসাদুজ্জামান চৌধুরী, পামুলীতে মোঃ ফজলে হায়দার প্রধান, সুন্দরদীঘিতে পরেশ চন্দ্র রায় সরকার, সোনাহারে মোঃ দেলোয়ার হোসেন, দণ্ডপালে মোঃ আজগর আলী, চেংঠীতে মোঃ আমিনুর রহমান। নীলফামারী জেলার সদর উপজেলার চাপড়া সরমজানিতে মোঃ খলিলুর রহমান সরকার, সৈয়দপুর উপজেলার কামারপুকুরে জিকো আহমেদ, বাংগালীপুরে মোঃ শাহাজাদা সরকার, কাশিরাম বেলপুকুরে মোঃ এনামুল হক চৌধুরী, খাতমধুপুরে মোঃ মাসুদ রানা বাবু (পাইলট), বোতলাগাড়ীতে মোঃ হেলাল চৌধুরী, দিনাজপুর জেলার বিরল উপজেলার ধামইরে মোঃ মসলেম উদ্দীন, শহরগ্রামে মোঃ মিজানুর রহমান, ভা-ারায় মোঃ মামুনুর রশিদ মামুন, ধর্মপুরে শ্রী সাবুল চন্দ্র সরকার, মঙ্গলপুরে মোঃ সিরাজুল ইসলাম, রাণীপুকুরে মোঃ ফারুক আযম। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীতে মোঃ মোহাইমিন ইসলাম, কোলকোন্দরে মোঃ সোহরাব আলী, বড়বিলে মোঃ নুরুন্নবী কাজল, গঙ্গাচরায় মোঃ মাজহারুল ইসলাম লেবু, লক্ষ্মীটারীতে মোঃ মমিনুর ইসলাম, গজঘণ্টায় মোঃ লিয়াকত আলী, মর্ণেয়ায় মোঃ মোছাদ্দেক আলী, আলম বিদিতরে মোঃ হারুন অর রশিদ, নোহালীতে মোঃ আবুল কালাম আজাদ, রংপুর সদর উপজেলার মমিনপুরে মোঃ ইমদাদুল ইসলাম, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারীতে মোঃ শহিদুল ইসলাম শালু, শৌলমারীতে মোঃ নজরুল ইসলাম, যাদুর চরে মোঃ শাখাওয়াত হোসেন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়ায় মোঃ মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, কাটাবাড়ীতে জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ, শাখাহারে মোঃ আঃ লতিফ সরকার, সাপমারায় মোঃ তোফাজ্জল হোসেন সরকার, দরবন্তরে আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম, তুলুককানুপুরে মোঃ মাসুদ রানা, গুমানীগঞ্জে মোঃ শরীফ মোস্তফা জগলুল রশিদ রিপন, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় মোঃ আবু বক্কর সিদ্দিক, উড়িয়ায় মোঃ আসাদ উদ দৌলা, উদাখালী মোঃ শহিদুল ইসলাম, গজারিয়ায় মোঃ শামছুল আলম সরকার, ফুলছড়িতে মোঃ আজহারুল হান্নান, এরেন্ডাবাড়ীতে আব্দুল মান্নান আকন্দ, ফজলুপুরে মোঃ আবু সাঈদ, সাঘাটা উপজেলার পদুমশহরে মোঃ মফিজুল হক, ভরতখালীতে মোঃ শামসুল আজাদ শীতল, সাঘাটায় মোঃ ফরহাদ হোসেন, মুক্তিনগরে মোঃ আশাদ আজিজ, কচুয়ায় মোঃ রফিকুল ইসলাম বকুল, ঘুড়িদহে মোঃ জাকির হোসেন, হলদিয়ায় মোঃ রফিকুল ইসলাম, জুমারবাড়ীতে মোঃ মাহফুজার রহমান, কামালেরপাড়ায় মোঃ আব্দুল ওয়াদুদ এবং বোনারপাড়ায় মোঃ আবদুল ওয়ারেছ প্রধান। বরিশাল বিভাগ ॥ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকুকরী মুকরী ইউনিয়নে আবুল হাসেম, দৌলতপুর উপজেলার ভবানীপুরে মোঃ গোলাম নবী (নবু), পিরোজপুর জেলা সদরের শিকদার মল্লিকে মোঃ শহীদুল ইসলাম, দুর্গাপুরে মোঃ চাঁন মিয়া, শংকরপাশায় মোঃ তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, নাজিরপুর উপজেলার দীর্ঘায় আশুতোষ বেপারী, শ্রীরামকাঠিতে এম এ মালেক বেপারী, জিয়ানগর উপজেলার পাড়েরহাটে মোঃ শাহাবুদ্দিন হাওলাদার, প্রত্তাশীতে হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন। চট্টগ্রাম বিভাগ ॥ চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ ইউনিয়নে মোঃ সালাহ উদ্দিন, কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভূলইন দক্ষিণে মোঃ একরামুল হক, বিজয়পুরে খোরশেদ আলম, বাগমারা উত্তরে মোঃ আবুল কাশেম, বাগমারা দক্ষিণে আবু তাহের মজুমদার, বেলঘর দক্ষিণে মোঃ আবদুল মান্নান, বেলঘর উত্তরে মোঃ আবুল খায়ের মজুমদার, ভূলইন উত্তরে আবদুর রহিম, লাংগলকোট উপজেলার পেরিয়ায় হুমায়ুন কবীর মজুমদার, হেসাখোলে জালাল আহম্মদ, মুরাদনগর উপজেলার শ্রীকাইলে আবুল হাসেম বেগ, আকবপুরে মোঃ বাবুল আহাম্মেদ মোল্লা, আন্দিকুটে মোঃ ওমর ফারুক সরকার, পূর্বধৈর পূর্বে শুকলাল দেবনাথ, পূর্বধৈর পশ্চিমে শরিফুল ইসলাম, বাংগরা পূর্বে মোঃ আব্দুল হাকিম, বাংগরা পশ্চিমে রুহুল আমিন, চাপিতলায় মোঃ কাইয়ুম ভূইয়া, কামাল্লায় আলহাজ ফিরোজ খান, যাত্রাপুরে মোঃ আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর দক্ষিণে আঃ লতিফ সরকার, রামচন্দ্রপুর উত্তরে ছফু মিয়া, মুরাদনগরে মোঃ ছফিউল্লাহ ভূঁইয়া, নবীপুর পূর্বে কাজী আবুল খায়ের, নবীপুর পশ্চিমে মোঃ কামাল উদ্দিন, ধামঘরে বসির আহম্মদ, জাহাপুরে এ কে এম সফিকুল ইসলাম, ছালিয়াকান্দিতে আবু মুসা সরকার, দারোরায় মোহাম্মদ শাহ জাহান, পাহাড়পুরে মোঃ আঃ ছামাদ মাঝি, বাবুটিপাড়ায় মোঃ জাকির হোসেন মুন্সী, টনকিতে মোঃ জাকির হোসাইন। দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তরে মোঃ খোরশেদ আলম, গুনাইঘর দক্ষিণে মোঃ হুমায়ুন কবির, বড়কামতায় নুরুল ইসলাম। দাউদকান্দি উপজেলার গৌরিপুরে আবুল হাসেম সরকার, ইলিয়টগঞ্জ দক্ষিণে মোঃ মামুনুর রশিদ, ইলিয়টগঞ্জ উত্তরে মোঃ জসিম উদ্দিন প্রধান, দাউদকান্দি উত্তরে মোঃ আবদুস ছালাম, দৌলতপুরে মোঃ মাকসুদ আলম জমাদার, মোহাম্মদপুর পশ্চিমে মোঃ দুলাল আহম্মদ, মালিগাঁওয়ে মোঃ নুরুল ইসলাম, পাঁচগাছিয়া পশ্চিমে মোঃ জামাল উদ্দিন চৌধুরী, বারপাড়ায় মোঃ মনির হোসেন তালুকদার, জিংলাতলীতে মোঃ মনির হোসেন, পদুয়ায় মোঃ বাবুল তালুকদার, বিটেশ্বরে মিসেস জেবন নেসা জীবন (স্বপ্না), মারাকায় মোঃ খলিলুর রহমান তালুকদার, সুন্দলপুরে মোঃ মাসুদ আলম, গোয়ালমারীতে জসিম হাসান। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরায় মোহাম্মদ হানিফ মিয়া, কলাকান্দায় ছোবাহান, মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁওয়ে সৈয়দ মঞ্জুর হোসেন, শাহরাস্তি উপজেলার টামটা উত্তরে মোঃ হুমায়ুন কবির মজুমদার, টামটা দক্ষিণে মোহাম্মদ জহিরুল আলম ভূঁইয়া, মেহার উত্তরে মোঃ মনির হোসেন, মেহার দক্ষিণে মোঃ রুহুল আমিন। ফেনী জেলা সদরের শর্শদীতে মোঃ জানে আলম ভূঁঞা, পাঁচগাছিয়ায় আনোয়ার হোসেন, ধর্মপুরে শাহাদাত হোসেন সাকা, কাজিরবাগে কাজী বুলবুল আহমেদ, কালিদহে দিদারুল ইসলাম, বালিগাঁওয়ে মোঃ মোজাম্মেল হক বাহার, মোটবীতে হারুন অর রশিদ এলএলবি, ফাজিলপুরে মোঃ মজিবুল হক, সোনাগাজী উপজেলার চরমজলিশপুরে এম এ হোসেন, বাগদানায় কুদরাতি খুদা মুহাম্মদ ইসহাক, মংগলকান্দিতে মোশারফ হোসেন (বাদল), মতিগঞ্জে মোঃ রবিউজ্জামান, চরদরবেশে নুরুল ইসলাম, চরচান্দিয়ায় মোঃ মোশারফ হোসেন (মিলন), সোনাগাজীতে শামছুল আরেফিন, আমিরাবাদে জহিরুল আলম, নবাবপুরে মোঃ দেলোয়ার হোসেন। নোয়াখালী জেলা সদরে দাদপুরে মোঃ দেলোয়ার হোসেন, চর মটুয়ায় মোঃ কামাল উদ্দিন, কাদিরহানিফে রহিম চৌধুরী, বিনোদপুরে মোঃ তোফাজ্জল হোসেন, নোয়াখালীতে আতাউর রহমান, ধর্মপুরে খলিল মিয়া, এওজবালিয়ায় আবদুজ জাহের, কালাদরাপে মিজানুর রহমান, অশ্বদিয়ায় গোলাম হোসেন বাবলু, নেয়াপুরে আমির হোসেন বাহাদুর, পূর্ব চরমটুয়ায় মোঃ নুরুল আলম, আন্ডার চরে আলী হায়দার বকশী। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেঞ্জে নুরুল আমিন মাস্টার, চর মার্টিনে মোহাম্মদ ইউসুফ আলী, চরকাদিরায় আলহাজ আশ্রাফ উদ্দিন রাজন, লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনীমোহনে আবু ইউসুফ, রামগঞ্জ উপজেলার ভোলাকোটে মোঃ বশির আহম্মদ, ভাদুরায় জাহিদ হোসেন, ভাটরায় মোহাম্মদ আবুল হোসেন, দরবেশপুরে মিজানুর রহমান, নোয়াগাঁওয়ে মোঃ হোসেন রানা, চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনতিতে মোঃ জয়নুল আবদিন, বড়হাতিয়ায় মোঃ সাজেদুর রহমান, কলাউজানে আব্দুল ওয়াজেদ, পুটিবিলায় মোঃ ইউনুস, পদুয়ায় আবচার আহমদ, চরম্বায় মোহাম্মদ শফিকুর রহমান, আনোয়ারা উপজেলার বৈরাগে নোয়াব আলী, আনোয়ারায় অসীম কুমার দেব, পরৈকোড়ায় মামুনুর রশিদ চৌধুরী, হাইলধরে মোঃ নাজিম উদ্দিন, বারখাইনে মোঃ হাছনাইল জলিল চৌধুরী, বারশতে মোহাম্মদ আবদুল কাইয়ুম শাহ, রায়পুরে জানে আলম, বরুমছড়ায় মোঃ শাহাদত হোসেন চৌধুরী, বটতলীতে এম এ মান্নান চৌধুরী, চারতীতে মোহাম্মদ ইয়াছিন হিরু, জুইদ-ীতে মোঃ মাহফুজুর রহমান, মীরসরাই উপজেলার মিঠানালায় মোঃ খায়রুল আলম, মঘাদিয়ায় মোঃ জাহাঙ্গীর হোসাইন, খৈয়াছড়ায় মোঃ জাহেদ ইকবাল চৌধুরী, মায়ানীতে কবির আহম্মদ নিজামী, হাইতকান্দীতে জাহাঙ্গীর কবির চৌধুরী, ওয়াহেদপুরে মোহাম্মদ ফজলুল কবির, করের হাটে মোঃ এনায়েত হোসেন। বাঁশখালী উপজেলার সরলে রশিদ আহমদ চৌধুরী, শীলকুপে মোজাম্মেল হক সিকদার, পুঁইছড়িতে সুলতান গনি চৌধুরী, কালিপুরে মোহাম্মদ শাহাদাত আলম, চাম্বলে মুজিবুল হক চৌধুরী, গন্ডামারায় মোঃ নুরুল মোস্তফা সিকদার, কাথরিয়ায় ইবনে আমিন, বৈলছড়িতে মোহাম্মদ কফিল উদ্দিন, বাহরছড়ায় তাজুল ইসলাম, খানখানাবাদে মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী, শেখের খীলে মোহাম্মদ ইয়াছিন, সাধনপুরে মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী খোকা, ছনুয়ায় এম জিল্লুল করিম শরীফ, পুকুরিয়ায় মোহাম্মদ আবদুর রাজ্জাক, সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় আকতার হোসেন, নলুয়ায় তছলিমা আক্তার, মাদার্শায় আবু নইম মোহাম্মদ সেলিম, ঢেমশায় রিদুয়ান উদ্দিন, এওচিরায় নজরুল ইসলাম, পশ্চিম ঢেমশায় আবু তাহের জিন্নাহ, ধর্মপুরে মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ছদাহায় মোঃ মোসাদ হোসাইন চৌধুরী, কেওচিয়ায় মোঃ ওসমান আলী, পুরানগড়ে আ ফ ম মাহবুবুল হক সিকদার, চরতীতে প্রদীপ কুমার চৌধুুরী, সোনাকানিয়ায় নূর আহমদ, সাতকানিয়ায় মোহাম্মদ হারুনুর রশিদ, কাঞ্চনায় রমজান আলী, কালিয়াইশে হাফেজ আহমদ, আমিলাইশে মোঃ সারওয়ার উদ্দিন চৌধুরী, বাজালিয়ায় তাপস কান্তি দত্ত। কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে নূরুল হক, ঈদগাঁওয়ে সোহেল জাহান চৌধুরী, পোকখালীতে মোহাম্মদ শহীদুল্লাহ, ইসলামপুরে মঞ্জুর আলম, চৌফলদীতে ওয়াজ করিম (বাবুল), জালালাবাদে ইমরুল হাসান রাশেদ, রামু উপজেলার ফতেখাঁরকুলে ফরিদুল আলম, জোয়ারিয়ানালায় কামাল সামশুদ্দীন আহমদ, রাজারকুল সরওয়ার কামাল, দক্ষিণ মিঠাছড়িতে মোঃ ওসমান গণি, খুনিয়াপালং আব্দুল মাবুদ, চাকমারকুলে নূরুল ইসলাম সিকদার, উখিয়া উপজেলার পালংখালীতে শাহাদাত হোসেন, রতœাপালংয়ে নূরুল হুদা, রাজাপালংয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়াপালংয়ে মোঃ শাহ আলম এবং জালিয়াপালংয়ে এসএম ছৈয়দ আলম। রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং ইউপিতে সুশান্তময় চাকমা, বরকলে প্রভাত কুমার চাকমা, আইমাছড়ায় মোঃ নূরুল হক, ভূষণছড়ায় মোঃ মামুনুর রশিদ মামুন, বড় হরিণায় লালতনা পাংখোয়, জুরাছড়ি উপজেলার জুরাছড়িতে মিতা চাকমা, বনযোগীছড়ায় কেতন চাকমা, মৈদং-এ লাল বিহারী চাকমা, কাউখালী উপজেলার বেতবুনিয়ায় খইযাবাই তালুকদার, ফটিকছড়িতে লা থোয়াই মারমা, ঘাগড়ায় মোঃ বেলাল উদ্দিন, কলমপতিতে ক্যজাই মারমা, নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে মোঃ মামুন ভুঁইয়া, সাবেক্ষ্যাংয়ে পলেন তালুকদার, নানিয়ারচরে ঝিল্লোল মজুমদার, ঘিলাছড়িতে পরিতোষ চাকমা, বিলাইছড়ি উপজেলার ফারুয়ায় বিদ্যালাল তনচংগ্যা, কেংড়াছড়িতে শেখ শহিদুল ইসলাম, বিলাইছড়িতে তরুণ কান্তি তঞ্চঙ্গ্যা। কাপ্তাই উপজেলার কাপ্তাইয়ে আবদুল লতিফ, রাইখালীতে মংক্য মারমা, চন্দ্রঘোনায় মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, ওয়া¹ায় চিরনজীত তনচংগ্যা, চিৎ মরম ইউপিতে থুইচাইপ্রু মার্মা, রাজস্থলী উপজেলার ঘিলাছড়িতে পুলুখয় তালুকদার, গাইন্দায় উবাচ মারমা, বাংগালহালিয়ায় ঞোমং মারমা, লংগদু উপজেলার মাইনীমুখে মোঃ আবদুল বারেক সরকার, আটারকছড়ায় আব্দুর রহিম, কালাপাকুজ্যায় মোঃ মোস্তফামিয়া, গুলশাখালীতে মোঃ আবদুর রহিম, লংগদুতে মোঃ ইমাম হোসেন, ভাসন্যআদামে মোঃ হযরত আলী, বগাচত্তরে মোঃ আবদুল রশিদ, বাঘাইছড়ি উপজেলার সাজেকে মোঃ আনোয়ার হোসেন, রূপকারীতে শ্যামল চাকমা, মারিশ্যায় সুমন চাকমা, বাঘাইছড়িতে অলিভ চাকমা, খেদারমারায় কান্তিময় চাকমা, আমতলীতে মোঃ রাসেল চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়িতে মোঃ মোস্তাফিজুর রহমান, জীবতলীতে অর্জুন তালুকদার, মগবানে মোঃ জহিরুল ইসলাম, বালুখালীতে অমর কুমার চাকমা, বন্দুক ভাঙ্গায় মানিক্য কিশোর চাকমা, কুতুকছড়িতে ছুপি চাকমা, বান্দরবানের আলীকদম উপজেলার জামাল উদ্দীন, চৈক্ষ্যংয়ে ফেরদৌস রহমান, নয়াপাড়ায় ফোগ্য মার্মা, কুরুক পাতায় ক্রাত পুং ম্রো, বান্দরবান সদর উপজেলার কুহালংয়ে সানুপ্রু মার্মা। ঢাকা বিভাগ ॥ টাঙ্গাইল সদর উপজেলার মগড়ায় মোঃ আজাহারুল ইসলাম, গালায় রাজকুমার সরকার, ঘারিন্দায় মোঃ রুহুল আমীন খান (খোকন), করটিয়ায় মোঃ খালেকুজ্জামান চৌধুরী, ছিলিমপুরে মোঃ হাসমত আলী, পোড়াবাড়ীতে মোঃ ফজলুজ্জামান রশীদ, কাকুয়ায় মোঃ বদিউজ্জামান ফারুক এ্যাডভোকেট, কাতুলীতে মোঃ ইকবাল হোসেন, মাহমুদনগরে মোঃ গোলাম সারোয়ার জাহান, হুগড়ায় মোঃ তোফাজ্জল হোসেন খান, বাঘিলায় এসএম মতিয়ার রহমান, দাইন্যায় মোঃ আফজাল হোসেন। কালিহাতী উপজেলার দুর্গাপুরে এসএম আনোয়ার হোসেন, গোহালিয়াবাড়িতে মোঃ হযরত আলী তালুকদার, সল্লায় মোঃ আঃ আলীম, দশকিয়ায় এমএ মালেক ভুইয়া, নারান্দিয়ায় শুকুর মামুদ, সহদেবপুরে মোহাম্মদ মোখলেছুর রহমান খান, পাইকড়া মোঃ আজাদ হোসেন, বল্লায় চান মাহমুদ, কোকডহরায় মোঃ আখতারুজ্জামান, বীরবাসিন্দায় মোঃ ছোহরাব আলী, পারখীতে মোঃ আজিজুর রহমান তালুকদার, নাগবাড়ীতে বেলায়েত হোসেন সিদ্দিকী, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ীতে মোঃ কায়সার রহমান খান, ঘাটাইলে মোহাম্মদ হায়দর আলী, জামুরিয়ায় মোঃশহিদুল ইসলাম খান (হেস্টিংস), লোকেরপাড়ায় মোহাম্মদ শরিফ হোসেন, আনোহোলায় তালুকদার মোঃ শাহজাহান, দিঘলকান্দিতে মোঃ রেজাউল করিম, দিগড়ে মোঃ ইসমাইল হোসেন ও দেওপাড়ায় মোহাম্মদ আবদুর রাজ্জাক। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধরে হান্নান ভুইয়া বাবুল, জয়কায় ওয়াহিদুজ্জামান, নোয়াবাদে আশরাফ উদ্দিন, বারঘড়িয়ায় মোঃ কামরুর আহসান (কাঞ্চন), সুতারপাড়ায় মোঃ কামাল হোসেন, নিয়ামতপুরে মখদুম কবীর তš§য়, দেহুদায় মোঃ কামরুজ্জামান, কিরাটনে মোহাম্মদ ইবাদুর রহমান শামীম, জাফরাবাদে মোঃ আবুল কালাম, কাদিরজঙ্গলে মাহবুব উল আলম, গুজাদিয়ায় মোঃ সাফি উদ্দিন ভূঁঞা। তাড়াইল উপজেলার তালজাঙ্গায় মোঃ সেলিম খান, রাউতিতে মোঃ ইকবাল হোসেন (তারিক), ধলায় মোঃ আফরোজ আলম (ঝিনুক), জাওয়ার ইউপিতে মোহাম্মদ জিয়াউর রহমান, দামিহায় একে মাইনুজ্জামান নবাব, দিগদাইড়ে মোঃ গোলাপ হোসেন ভূঁঞা, তাড়াইল-সাচাইলে মোঃ কামরুজ্জামান। ইটনা উপজেলার রায়টুটীতে ফয়ছুল কবীর মনোয়ার হুসেন মিলকী, ধনপুরে প্রদীপ কুমার দাস, মৃগায় মোঃ মিজানুর রহমান, ইটনায় মোঃ ওমর ফারুক, বাদলায় মোঃ গনি ভূঞা, বড়িবাড়ীতে মোঃ নাজমুল আলম (ধন মিয়া), এলংজুরীতে আব্দুল কুদ্দুস, জয়সিদ্ধিতে মোঃ নুরু মিয়া, চৌগাংগায় আঃ হাফিজ। পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়ায় সরকার শামীম আহাম্মদ, চরফরাদীতে আঃ মান্নান, এগারসিন্দুরে নুরুজ্জামান মিয়া বরুদিয়ায় মোস্তফা কামাল আকন্দ, পাটুয়াভঙ্গায় মোঃ শাহাব উদ্দিন, নারান্দীতে মোঃ শফিকুর ইসলাম, হোসেন্দিতে মোঃ রফিকুল হক, সুখিয়ায় মোঃ আঃ হামিদ, চণ্ডিপাশায় মোঃ মঈন উদ্দিন। হোসেনপুর উপজেলার জিনারীতে মোঃ আঃ ছালাম, সিদলায় মোঃ কামরুজ্জামান কাঞ্চন, গোবিন্দপুরে মোহাম্মদ সাইদুর রহমান, আড়াইবাড়ীয়ায় আহমদুল হাকিম জাহিদ, সাহেদলে শাহ মাহবুবুল হক, পুমদীতে মোঃ জহিরুল ইসলাম (মানিক)। ঢাকার সাভার উপজেলার আমিনবাজারে আনোয়ার হোসেন, বিরুলিয়ায় মোঃ সেলিম ম-ল, শিমুলিয়ায় এবিএম আজাহারুল ইসলাম সুরুজ, ধামসোনায় মুহাম্মদ সাইফুল ইসলাম, বনগাঁওয়ে মোঃ সাইফুল ইসলাম, আশুলিয়ায় মোঃ শাহাব উদ্দিন, পাথালিয়ায় মোঃ পারভেজ দেওয়ান, সাভারে মোঃ সোহেল রানা, ইয়ারপুরে সৈয়দ আহম্মদ ভূইয়া, তেঁতুলজোড়ায় মোহাম্মদ ফখরুল আলম সমর, কাউন্দিয়ায় সাইফুল আলম খান, ভাকুর্তায় আলহাজ আনোয়ার হোসেন, কেরানীগঞ্জ উপজেলার শাক্তায় মোঃ সালাহ উদ্দীন লিটন। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাঁচিকাটায় সামসুন নাহার (এমপি), গোতাশিয়ায় আঃ কাদির, দৌলতপুরে মোঃ হাদিউল ইসলাম, বড়চাপায় অধ্যাপক এম সুলতান উদ্দিন, লেবুতলায় মোঃ জাকির হোসেন আকন্দ, শুকুন্দিতে মোঃ ছাদিকুর রহমান শামিম, চালাকচরে মোঃ ফখরুল মান্নান, একদুয়ারিয়ায় মোঃ আনিসুজ্জামান মিটুল, চন্দনবাড়ীতে আব্দুর রউফ হিরণ। পলাশ উপজেলার চরসিন্দুরে মোফাজ্জল হোসেন (রতন), চিনারদীতে মোহাম্মদ কামরুল ইসলাম গাজী, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলীতে মোঃ রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়ায় মোঃ জাহাঙ্গীর আলম, বন্দরে মোঃ রফিকুল ইসলাম, ধামগড়ে মোঃ মাসসুম আহম্মেদ, মুছাপুরে আঃ কাদির ডিলার, মদনপুরে মোহাম্মদ সালাম মিয়া। ফরিদপুর জেলার নাগরকান্দা উপজেলার চরযশোহরদীতে মোঃ কামরুজ্জামান, পুরাপাড়ায় আঃ মান্নান ফকির, কাইচাইলে মোঃ মোস্তফা খান, কোদালিয়া শহীদনগরে মোঃ মিজানুর রহমান, ফুলসুতীতে মোঃ আরিফ হোসেন, লস্করদিয়ায় শাহ মোঃ মশিউর রহমান, তালমায় শাহ আলম মিয়া, ডাঙ্গিতে কাজী আবুল কালাম, রামনগরে মোঃ ছরোয়ার হোসেন, মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুরে আ. লতিফ মুন্সী, ভদ্রাসনে আবদুর রউফ সিকদার, সন্ন্যাসীর চরে মোঃ আক্তারুজ্জামান, শরিয়তপুরের ডামুড্যা উপজেলার দারুল আমানে মোঃ মোক্তার হোসেন খান, শিধলকুড়ায় জানে আলম খোকন, কনেশ্বরে মোঃ আনিছুর রহমান, পূর্ব ডামড্যায় মাসুদ পারভেজ লিটন, ধানকাঠিতে আবদুর রাজ্জাক পিন্টু, সিড্যায় আলাউদ্দীন আমিন, ইসলামপুরে দ্বীন মোহাম্মদ, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুরে বিপ্লব সিকদার, মহিষারে মোঃ নুরুল ইসলাম সিকদার, ছয়গাঁওয়ে মানিক ব্যানার্জী, নারায়ণপুরে মোহাম্মদ সালাহ উদ্দিন মাতাব্বর, সখিপুরে কামরুজ্জামান, কাচিকাটায় আবুল হাশেম দেওয়ান, ডিএম খালীতে মোঃ জসিম উদ্দিন, আরশিনগরে মোঃ সামসুদ্দাহা (রতন), চরভাগায় মোঃ হাবিবুর রহমান (বীর মুক্তিযোদ্ধা), দক্ষিণ তারাবুনিয়ায় শাহজালাল মাল, চর সেনসাসে বিএম আনোয়ার হোসেন, চরম কুমারীয়ায় মোহাম্মদ মোজাম্মেল হক, উত্তর তারাবুনিয়ায় মোঃ ইউনুছ সরকার। খুলনা বিভাগ ॥ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনীতে মোঃ সেকেন্দার আলী মোল্লা, মির্জাপুরে ফিরোজ আহমেদ, দিগনগরে মোঃ জিল্লুর রহমান, কাচেরকোলে সালাউদ্দিন জোয়ার্দার মামুন, সারুটিয়ায় মোঃ মাহমুদুল হাসান, হাকিমপুরে মোঃ কামরুজ্জামান, ধলাইরাচন্দ্র মোঃ মতিয়ার রহমান, মনোহরপুরে মোস্তফা আরিফ রেজা (মনু), বগুড়ায় মোঃ নজরুল ইসলাম, আবাইপুরে মোক্তার আহমেদ মৃধা, নিত্যানন্দপুরে মফিজ উদ্দিন, উমেদপুরে মোঃ সাব্দার হোসেন মোল্লা, দুধসরে সোয়েব আলী জোয়ার্দার, ফুলহরিতে বিপুল হোসেন। যশোর জেলার চৌগাছা উপজেলার ফুলসারায় মোঃ মেহেদী মাসুদ চৌধুরী, পাশাপোলে মোঃ আবুর কাশেম, সিংহঝুলিতে মোঃ রেজাউর রহমান, ধুলিয়ানীতে মোঃ আলাউদ্দীন, চৌগাছায় মোঃ রফিকুল ইসলাম, জগদীশপুরে মোঃ তবির রহমান খান, পাতিবিলায় মোঃ সহিদুল ইসলাম, হাকিমপুরে মোঃ হাফিজুর রহমান, স্বরূপদাহে মোঃ সানোয়ার হোসেন, নারায়ণপুরে মোঃ জয়নাল আবেদীন, শুকপুকুরিয়ায় চাঁদনী আক্তার, শার্শার ডিহি ইউপিতে একেএম ফজলুল হক বকুল, লক্ষণপুরে মোঃ সালাহ উদ্দীন, বাহাদুরপুরে মোঃ মিজানুর রহমান, পুটখালীতে মোঃ আঃ গাফফার সরদার, গোগায় মোঃ আব্দুর রশীদ, কায়বায় হাসান ফিরোজ আহমেদ, বাগআঁচড়ায় মোঃ ইলিয়াছ কবির (বকুল), উলাশীতে মোঃ আয়নাল হক, শার্শায় মোঃ সোহরাব হোসেন, নিজামপুরে মোঃ সেলিম রেজা। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার উপজেলার নলদীতে মোঃ আবুল কালাম আজাদ (পাখি), লাহুড়িয়ায় এসএম কামরুল (কামরান), নোয়াগ্রামে একেএম ফয়জুল হক (রোম), লোহাগড়ায় মোঃ নজরুল সিকদার, কোটকোনে বিএম হেমায়েত হোসেন (হিমু), লক্ষ্মীপাশায় কাজী বনি আমিন, বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার উপজেলার গাংনীতে মুক্তিযোদ্ধা শিকদার উজির আলী, খুলনার রূপসা উপজেলা ঘাটভোগ ইউপিতে সাধন অধিকারী, মাগুরা জেলার সদর উপজেলার কুচিয়ামোড়ায় আবু হাসনাত মোঃ আলমগীর হোসেন, শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার রানী শিমুলে মোঃ মাসুদ রানা, তাঁতীহাটিতে মোঃ আসাদউল্লাহ, গোসাইপুরে মোঃ শাহজামাল ইসলাম আশিক, ভেলুয়ায় মোঃ রেজাউল করিম, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুরে মোঃ ছাইফুল আলম, বারবাড়িয়ায় মোঃ আবুল কাশেম, চর আলগীতে মোঃ মাছুদুজ্জামান, সালটিয়ায় মোঃ নাজমুল হক ঢালী, যশরায় মোঃ তরিকুল ইসলাম রিয়েল, রাওনায় মোঃ শাহাবুল আলম, মশাখালীতে মোস্তফা কামাল খান, গফরগাঁওয়ে মোঃ শামসুল আলম, পাঁচবাগে শাহ্ মোঃ কামরুল ইসলাম, উস্থিতে মোঃ নজরুল ইসলাম, গংগাইরে আবদুল্লাহ আল আমিন, পাইথলে মোঃ আক্তারুজ্জামান, দত্তেরবাজারে মোছা. রোকসানা বেগম, নিগুয়ারীতে মোঃ শাহাব উদ্দিন খান, টাংগাবোতে মোঃ মোফাজ্জল হোসেন। ভালুকা উপজেলার উথুরায় মোঃ বজলুর রহমান তালুকদার, মেদুয়ারীতে মোছা. জেসমিন নাহার রানী, ভরাডুবাতে মোঃ শাহ আলম তরফদার, ধীতপুরে মোঃ শফিকুল ইসলাম, বিরুনিয়ায় মোঃ রিদওয়ান সারোয়ার রব্বানী, ভালুকায় মোঃ শিহাব আমীন খান, মল্লিকবাড়ীতে মোহাম্মদ আকরাম হোসাইন, ডাকাতিয়ায় মোঃ সাইফুল ইসলাম, কাচিনায় মোহাম্মদ মুশফিকুর রহমান, হবিরবাড়ীতে মোঃ তোফায়েল আহম্মেদ, রাজৈ ইউপিতে মোঃ নুরুল ইসলাম বাদশা। ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়ায় মোঃ ফজলু হক, গামারীতলায় মোঃ আজিজুল হক খান, ধোবাউড়ায় মোঃ আনিছুর রহমান ঈমান, পোড়াকান্দুলিয়ায় মোঃ রফিকুল ইসলাম, ঘোষগাঁওয়ে মোঃ শামছুল হক, বাঘবেড় ইউপিতে মোঃ আ. শফিক তাং, গোয়াতলায় মোঃ রফিকুল ইসলাম তালুকদার। হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়ায় মোঃ সুরুজ মিয়া, জুগলীতে মোঃ উসমান গনি, গাজীরভিটায় মোঃ দেলোয়ার হোসেন, বিলডোরায় মোঃ জাহাঙ্গীর হোসেন, শাকুয়াই সাহেদ আলী, নড়াইলে মোঃ সাইফুল ইসলাম, ধারায় তোফায়েল আহমদ, ধুরাইলে মোঃ ওয়ারিছ উদ্দিন (সুমন), আমতৈলে মোঃ আক্কাছ আলী, স্বদেশীতে মোঃ হাবিবুর রহমান। ত্রিশাল উপজেলার ধানিখোলায় মোঃ হাবিবুর রহমান, বৈলরে খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান, কাঁঠালে তানজিনা বেগম, কানিহারিতে মোহাম্মদ আশরাফ আলী, রামপুরে মোঃ ফখর উদ্দিন, ত্রিশালে মোঃ হাসান শহীদ, হরিরামপুরে মোঃ মেছবাহুল আলম, সাখুরায় আবু নোমান মোঃ আব্দুল আজিজ, বালিপাড়ায় গোলাম মোহাম্মদ বাদল, মঠবাড়িয়ায় মোঃ আবদুল কুদ্দুছ ম-ল, মোক্ষপুরে মোঃ আবুল কালাম, আমিরাবাড়ীতে সুরঞ্জন দেবনাথ। নেত্রকোনা জেলার সদর উপজেলার মৌগাতীতে মোঃ মোস্তাফিজুর রহমান খান, মেদনীতে মোঃ জিল্লুর রহমান খান নোমান, ঠাকুরাকোণায় মোঃ আব্দুর রাজ্জাক, সিংহের বাংলায় মোঃ আব্দুর রহিম, আমতলায় মোঃ আলতাবুর রহমান, লক্ষ্মীগঞ্জ মোঃ এনামুল হক, কাইলাটীতে হোসেন আহাম্মদ, দক্ষিণ বিশিউড়ায় মোঃ আবু বকর সিদ্দিক, চল্লিশায় সৈয়দ মাহাবুবউল মজিদ, রৌহায় ফরিদা ইয়াসমিন, কে-গাতীতে মোঃ আমজাদ হোসেন খান এবং মদনপুরে বাদরুদ্দোজা নন্দন। সিলেট বিভাগ ॥ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষে মোঃ আলাউদ্দিন শাহ, পাইকুরাটিতে মোঃ ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর (উঃ)রে মোঃ ফরহাদ আহমেদ, কুখাইড়রাজাপুর (দঃ)-এ মোহাম্মদ মোকাররম হোসেন, ধর্মপাশায় মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, জয়শ্রীতে সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা (মধ্যনগর থানা)র বংশীকুন্ডা (উঃ)- মোঃ আব্দুস সাত্তার, বংশীকুন্ডা (দঃ)-এ আজিম মাহমুদ, চামারদানীতে মোঃ আলমগীর খসরু, মধ্যনগরে, প্রবীর বিজয় তালুকদার, জামালগঞ্জ উপজেলার বেহেলীতে ভজন তালুকদার, জামালগঞ্জে জামিল আহমেদ জুয়েল, ফেনারবাকে সাধন চন্দ্র তালুকদার, সাচনা বাজারে মোঃ রেজাউল করিম শামীম, ভীমখালীতে আখতারুজ্জামান শাহ, ৬নং হামালগঞ্জ উত্তরে এম নবী হোসেন। বিশ্বম্বরপুর উপজেলার বাদাঘাট (দঃ)-এ মোঃ আব্দুল গনি, ধনপুরে মোঃ রফিকুল ইসলাম তালুকদার, পলাশে মোঃ সুলেমান মিয়া, সলুকাবাদে মোঃ সফর আলী, ফতেহপুরে মোঃ শামছুজ্জামান শাহ্। তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তরে আবুল হোসেন খান, শ্রীপুর দক্ষিণে বিশ্বজিত সরকার, বড়দল দক্ষিণে মোঃ ইউনুছ আলী, বড় দল উত্তরে মোঃ জামাল উদ্দিন, বাদাঘাটে মোঃ নিজাম উদ্দিন, তাহিরপুর সদরে মোতাহার হোসেন আখঞ্জী শামীম, বালিজুরীতে মোঃ আতাউর রহমান। মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুরে অরবিন্দ পোদ্দার, মুনমুখে এমদাদ হোসেন, কামালপুরে মোঃ আপ্পান আলী, কাগাবালায় মোঃ আজির উদ্দিন, আখাইলকুড়ায় শেখ মোঃ বদরুজ্জামান চুনু, একাটুনায় মোঃ আবু সুফিয়ান, চাঁদনীঘাটে সৈয়দ মশাহিদ আলী, কনকপুরে জুবায়ের আহমদ, আমতৈলে সুজিত চন্দ্র দাশ, নাজিরাবাদে মোঃ আশিকুর রহমান, মোস্তাফাপুরে শেখ রুমেল আহমদ, গিয়াসনগরে গোলাম মোস্তফা, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুরে মোঃ হুমায়ূন কবির খান, আহমদাবাদে মোঃ আবেদ হাসনাত চৌধুরী, দেওরগাছায় শামছুন্নাহার, পাইকগাছায় মোঃ ওয়াহেদ আলী, শানখলায় মোঃ ফজলুর রহমান তরফদার, চুনারুঘাটে মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, উবাহাটায় মোঃ রজব আলী, সাটিয়াজুরীতে আবদালুর রহমান, রানীগাঁওয়ে মোস্তাফিজুর রহমান, মিরাশীতে মোঃ শফিউল আলম তালুকদার। হবিগঞ্জ সদর উপজেলার লুকড়ায় ফরহাদ আহমেদ আব্বাছ, রিচিতে মোঃ মহিউদ্দিন চৌধুরী, তেঘরিয়ায় মোঃ আনু মিয়া, পইলে মোঃ সাহেব আলী, গোপায়ায় মোঃ আবুল কালাম, রাজিউরায় বদরুল করিম দুলাল, নুরপুরে মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জে মোঃ বুলবুল খাঁন, নিজামপুরে মোঃ আব্দুল আউয়াল তালুকদার, লস্করপুরে মোহাম্মদ মাহবুবুর রহমান হিরো, ব্রাহ্মণডুবায় হুসাইন মোঃ আদিল। বানিয়াচং উপজেলার দক্ষিণ-পশ্চিমে মোঃ রেখাছ মিয়া। বাহুবল উপজেলার স্নানঘাটে ফেরদৌস আলম, পুটিজরীতে মোঃ সামসুদ্দিন, সাতকাপনে আয়াত আলী, বাহুবলে মোঃ আজমল হোসেন চৌধুরী, লামাতাশীতে হাবিবুর রহমান চৌধুরী টেনু, মীরপুরে মোঃ সাইফুদ্দিন, ভাদেশ্বরে কামরুজ্জামান। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহালে মোঃ মিছবাহ জামান, বীরশ্রীতে মোঃ ইউনুছ আলী, কাজলসারে মোঃ জুলকার নাইন লস্কর, খলাছড়ায় কবির আহমদ, জকিগঞ্জে মোঃ খলিলুর রহমান, সুলতানপুরে মোঃ ইকবাল আহমদ চৌধুরী, বারঠাকুরীতে মহসীন মুর্তজা চৌধুরী, কসকনকপুরে মোঃ আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ, মানিকপুরে আবু জাফর মোহাম্মদ রায়হান, বিয়ানীবাজার উপজেলার আলীনগরে মোঃ ন?
×