ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাক-শ্রবণ প্রতিবন্ধী দুই কন্যার বিয়ে

প্রকাশিত: ০৪:০৩, ৮ মে ২০১৬

বাক-শ্রবণ প্রতিবন্ধী দুই কন্যার বিয়ে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর গোয়ালখালীস্থ সরকারী দৃষ্টি ও বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় পিএইচটি সেন্টারে বাক-শ্রবণ প্রতিবন্ধী নিবাসী দুই কন্যার বিয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে। পাত্রীদের একজনের নাম সোমা আক্তার, অপরজন পারভীন আক্তার। খুলনা খালিশপুর হাউজিং বাজার এলাকার বাসিন্দা আবদুর রশিদের সঙ্গে সোমা আক্তারের এবং সাতক্ষীরার ছেলে ইকবাল হোসেনের সঙ্গে পারভীন আক্তারের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। এ সময় সমাজসেবা অধিদফতর খুলনার উপ-পরিচালক শেখ আবদুল হামিদ, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, খুলনা সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম, সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পারভীন আক্তার, পিএইচটি সেন্টারের সহকারী পরিচালক কানিজ মোস্তফা এবং সাবেক তত্ত্বাবধায়ক কাজী মুহাম্মদ ইব্রাহীম উপস্থিত ছিলেন। নাটোর সুগার মিল গেটে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ মে ॥ সর্বনিম্ন বেতন ৮ হাজার ৭৫০ এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫০০টাকা বাস্তবায়নসহ ৬দফা দাবিতে নাটোর সুগার মিলস গেটে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী। শনিবার সকাল ৮টার দিকে নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে মিল গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সরকার প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জাতীয় মজুরি স্কেল বাস্তবায়ন করা হয়নি। তাই অবিলম্বে ২০১৫সালের ১ জুলাই থেকে প্রস্তাবিত জাতীয় মজুরি স্কেল ঘোষণাসহ ৬দফা দাবি বাস্তবায়নে জোর দাবি জানাচ্ছি। সালমা হত্যার দ্রুত বিচারদাবি স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ইপিজেড শ্রমিক সালমা হত্যাকারী স্বামী গ্রেফতারকৃত সাহাবুলের ফাঁসির দাবিতে শনিবার সকালে বাঘইল স্কুল এ্যান্ড কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে। বাঘইল গ্রামবাসী, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেন। সালমার ভাই মধুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন, অধ্যক্ষ ফরিদা বেগম, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, তারিক মাহমুদ সজীব, শিক্ষক দুলাল গাজী, গত সোমবার রাতে স্বামী সাহাবুল পুড়িয়ে স্ত্রী সালমাকে হত্যা করে। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ॥ আহত দশ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শুক্রবার গভীর রাতে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৪ বাসযাত্রী নিহত হয়েছে। এরা হলো-রেজাউল করিম (৩০), আতাউর রহমান (২৫), মিলন মিয়া (২০) ও কনকচন্দ্র রায় (২৫)। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে দেওয়ান পরিবহন নামে যাত্রীবাহী বাস ঢাকা থেকে লালমনিরহাট যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে রাস্তার পড়ে যায়। নাটোর নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে ভটভটির চাপায় বাবলু বিশ্বাস (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জোনাইল বাজার-রাজাপুর ফিডার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু বিশ্বাস দিয়াড়গাড়ফা গ্রামের মৃত আব্দুল লতিফ মাস্টারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে বাবলু বিশ্বাস ব্যাটারীচালিত অটোভ্যানে জোনাইল বাজারে যাচ্ছিলেন। ডিকে মাদ্রাসা মোড়ে দ্রুতগতির ভ্যানটি মোড় ঘোরার সময় তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা অপর ভটভটি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। গাইবান্ধায় অগ্নিকা- নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা, ৭ মে ॥ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামে শুক্রবার রাতে এক অগ্নিকা-ে ২ লক্ষাধিক টাকা ক্ষতিসাধিত হয়েছে। জানা গেছে, রাত অনুমান ৩টার দিকে ওই গ্রামের সাইফুল ইসলামের গোয়ালের পাশে ধান সিদ্ধ করা খড়ের পুঞ্জ থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। প্রথমেই সাইফুল ইসলামের গোয়ালঘরে রাখা ৪টি গরুসহ একটি ছাগল আগুনে পুড়ে ভস্মীভূত হয়। ওই গোয়ালঘরের পাশে থাকা আরও ৫টি গোয়াল ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই গোয়াল ঘরগুলোতে রাখা আরও ৩টি গরু মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয় এবং গোয়ালে রাখা ২৫ মণ ধান পুড়ে ছাই হয়। বকেয়া বেতন-ভাতা দাবি রূপগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ মে ॥ আউখাব এলাকার হারবেস্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানায় চার মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কথামতো বেতন-ভাতা পরিশোধ না করায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরে ব্যাপক ভাংচুর করে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দিলে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, আউখাব এলাকার হারবেস্ট রিচ (বেনেটেক্স) গার্মেন্টসে ১১শ’ শ্রমিক কাজ করে। শ্রমিকরা গত এক মাস আগে থেকেই কারখানা কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে আসছে। এপ্রিল মাসের প্রথম দিকেও গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। তখন মালিকপক্ষ ১০ এপ্রিল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দিয়েছিল। ওই সময় কিছু পরিমাণ বেতন-ভাতা পরিশোধ করে। এক মাস পার হয়ে গেলেও শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার কোন খবর নেই। সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৭ মে ॥ আমতলীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয় হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচীতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। প্রেসক্লাব সভাপতি হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবুল আলিম হিমু, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সিনিয়র সাংবাদিক চিত্তরঞ্জন শীল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক জাফর হোসেন প্রমুখ। এ সময় তারা সকল হামলার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবি জানান। নর্দান ভার্সিটিতে দিনব্যাপী সেমিনার শনিবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে পাসকৃত প্রায় ৫০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাভানা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী রেজা বখ্শ ও সেমিনারটি পরিচালনা করেন প্রাণ-আরএফএল গ্রুপের এইচআরএম কনসালটেন্ট খ্যাতিমান ট্রেইনার মোহাম্মাদ কে হক। Ñ বিজ্ঞপ্তি। ইইউতে উচ্চ শিক্ষা প্রসারে সেমিনার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) শনিবার ঢাকায় ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা প্রসারে বেসরকারী বিশ^বিদ্যালয়ের ভূমিকা : প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনারের আয়োজন করে। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদক ও প™§ভূষণ প্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, বিজয় বাংলা সফটওয়্যারের উদ্ভাবক মোস্তফা জব্বার, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি। নাটোরে গলাকেটে ভ্যানচালককে হত্যা নিজস্ব সংবাদদাতা নাটোর, ৭ মে ॥ বাগাতীপাড়ায় সাদ্দাম হোসেন (২৪) নামের অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোন এক সময় হত্যার পরে ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সোনাপুর-পাবনাপাড়া এলাকার হাঁড়ির বিলে ইটভাঁটির পাশে সাদ্দামের লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত সাদ্দাম বাগাতীপাড়া পৌর এলাকার ঘোরলাজ নওদাপাড়া গ্রামের ইনছার আলীর ছেলে। হবিগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৭ মে ॥ উপর্যপুরি ছুরিকাঘাতে হবিগঞ্জের চুনারুঘাটে পাহাড় বেষ্টিত আমিরপুর গ্রামে রুমন মিয়া (২৫) নামে যুবক নিহত হয়েছে। সে সমা গ্রামের ঈসমাইল মিয়ার ছেলে। পুলিশের ধারণা, শনিবার শেষ রাতের কোন এক সময় বসত ঘরে ঢুকে রুমনকে হত্যা করে সশস্ত্র দুর্বৃত্তরা। শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নিখোঁজের ৯ দিন পর বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে ছয় বছরের শিশু মাহিনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে সন্ধ্যা নদীর জুম্মাদী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ২৭ এপ্রিল সন্ধ্যায় সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি গ্রামের মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী সালেহা ও ছয় বছরের নাতি মাহিনকে নিয়ে সলিয়াবাকপুর ইউনিয়নের খোদাবখশ গ্রামের ভায়রার বাড়ি থেকে নৌকাযোগে নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা হয়। সন্ধ্যা নদীর খেজুরবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রলারের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। আহত অবস্থায় সালেহাকে জীবিত ও তার স্বামী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করতে পারলেও ছয়বছরের শিশু মাহিন নিখোঁজ হয়। মস্তকবিহীন যুবক স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, নিখোঁজের ছয় দিন পর বাগেরহাটের মোরেলগঞ্জে ওবায়দুর সিকদার (২৫) নামে যুবকের মস্তকবিহীন লাশ পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার রাতে বনগ্রাম ইউনিয়নের দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ওবায়দুর সিকদার উপজেলার কোড়াভোলা গ্রামের জোহর সিকদারের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক। শনিবার লাশের ময়নাতদন্ত বাগেরহাট মর্গে সম্পন্ন হয়েছে। কিশোরীর বস্তাবন্দী লাশ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শ্রীনগরে অজ্ঞাত কিশোরীর (১৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে তিনগাঁও এলাকার পুলিশের সাবেক ডিআইজি এনায়েতুল্লাহ দেওয়ানের বাড়ির পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই বাড়ির কাছে সকালে লাশের বস্তাটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ সময় বস্তার বাইরে কিশোরীর দুই পা বের হয়েছিল। দেখা যায় কিশোরীর দু’হাত দুই পায়ের সাথে পাটের রশি দিয়ে বাধা। কিশোরীর পরনে লাল রংয়ের চুড়িদার পায়জামা ও প্রিন্টের জামা ছিল। পূজা পরিষদের নেতার ছেলে খুন স্টাফ রিপোর্টার যশোর থেকে জানান, পূজা উদযাপন পরিষদ নেতার ছেলে মুরারী মোহন মজুমদারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে তাকে ছুরিকাঘাত করা হয়। শনিবার বিকেলে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুরারী যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রবীন্দ্রনাথ মজুমদারের ছেলে। শহরের খালধার রোড এলাকার বাসিন্দা মুরারী মোহন মজুমদার শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে আসছিলেন। যশোর সদরের মালঞ্চী নামক স্থানে ৪/৫ সন্ত্রাসী পথরোধ করে। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মারাত্মক জখম অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করে। বিশাল গুই সাপ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ মে ॥ বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ড থেকে শনিবার দুপুরে ৭ ফুট দীর্ঘ একটি গুই সাপ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই ওয়ার্ডের শাহাদৎ মিয়ার বাড়ি বাগানে নাইলনের জালে গুই সাপটি আটকে যায়। পরে সংরক্ষিত মহিলা কমিশনার সামসুন্নাহার রিপার মাধ্যমে গুই সাপটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের কাছে হস্তান্তর করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৭ মে ॥ শনিবার দুপুরে উপজেলার মেদুয়ারী দাখিল মাদ্রাসায় কুয়েত সরকারের অর্থায়নে ৫শ’ হতদরিদ্র মানুষের মাঝে ২০ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জানা যায়, স্থানীয় বাসিন্দা, বাংলাদেশ বেতার ও টেলিভিশন চ্যানেলের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা আজিজুর রহমান কর্তৃক কুয়েত সরকারের নিকট আবেদনের প্রেক্ষিতে কুয়েত সরকার এ খাদ্য সামগ্রী বরাদ্দ প্রদান করেন। ২০ কেজি খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ১২ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ কেজি তেল রয়েছে।
×