ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষকের শাস্তি দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০১, ৮ মে ২০১৬

শিক্ষকের শাস্তি দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৭ মে ॥ শিক্ষক আহাদ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেনÑ বিদ্যালয়ের রেবেকা সুলতানা, জেলা আলমগীর হোসেন, নওশের আলী প্রমুখ। গত শুক্রবার শিক্ষক আহাদ আলী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নাম করে ডেকে নিয়ে ধর্ষণ করে। কালী মন্দিরের শতবর্ষ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ মে ॥ শনিবার থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মাগুরা শহর কালী মন্দিরের কেন্দ্রীয় মন্দিরের তিন দিনব্যাপী শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে। ১ম দিনে শনিবার সকালে মাগুরা শহর কালী মন্দির প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্রসহ মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দুপুর ১টায় মায়ের বিশেষ পূজা ও অঞ্জলি প্রদান, বিকেল ৫টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা থেকে কীর্তন অনুষ্ঠিত হয়। খুলনায় গ্যাস দাবিতে সমাবেশ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা অঞ্চলে পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবি ও আড়ংঘাটা বাইপাস গ্যাস স্টেশন থেকে পাইপ অন্যত্র সরিয়ে নেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই কর্মসূচীর আয়োজন করে। কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন, উন্নয়ন কমিটির নেতা শাহিন জামান পন, নিজাম উর রহমান লালু, মাস্টার মনিরুল ইসলাম, আব্দুল হালিম, জোবায়দা বেগম, আব্দুর রহিম, আব্দুল খালেক, পারভীন আক্তার, রসু আক্তার প্রমুখ। বৃদ্ধ হত্যায় মামলা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর তানোরে মোহাম্মদ শহীদুল্লাহ নামের ষাটোর্ধ ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জুমারাপাড়ার একটি আমবাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় শনিবার নিহতের ছেলে রাসেল আহম্মেদ লাশ শনাক্তের পর তানোর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। হত্যাকা-ের শিকার শহীদুল্লাহ জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভার মহানন্দখালী গ্রামের বাসিন্দা। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পীর ইমাম মেহেদী ওয়াকাফ স্টেট তরিকার মুরিদ ছিলেন বলে জানা গেছে। ধরা পড়লেন স্কুল কমিটির সভাপতি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ বাগধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রক্ষিত নির্মাণসামগ্রী চুরি করে সদস্যদের হাতে ধরা পড়েছেন ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, সরকারী অনুদানে ওই স্কুলের শৌচাগার নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদার নির্মাণসামগ্রী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মীর মোশারফ হোসেন খোকনের মাধ্যমে স্কুলের কক্ষে সংরক্ষিত রাখেন। সভাপতি খোকন শুক্রবার রাতে স্কুলের পার্শ্ববর্তী বাড়ির বাবুল বাহাদুরের কাছে সিমেন্ট ও ইট বিক্রি করে দেন। শনিবার সকালে নির্মাণসামগ্রী কম দেখে কমিটির সদস্য হাবিব তালুকদারসহ অন্য সদস্যদের সন্দেহ হলে তারা ক্রেতা বাবুল বাহাদুরের কাছ থেকে বিক্রীত নির্মাণসামগ্রী উদ্ধার করে। ঘটনার সত্যতা স্বীকার করে ক্রেতা বাবুল বাহাদুর বলেন, তিনি এগুলো মীর মোশারফ হোসেন খোকনের কাছ থেকে ক্রয় করেছেন। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৭ মে ॥ ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর গ্রামে আশরাফুল ইসলাম (৩২) নামের এক যুবক বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। জানা যায়, শনিবার সকালে ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আশরাফুল একই গ্রামের দোলা মার্কেট এলাকায় ছোলেমানের বাড়িতে বিদ্যুতের তারে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক মানের বিনোদন পার্ক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে আন্তর্জাতিক বিনোদন পার্ক স্থাপন করা হচ্ছে। জয়েনস্টক কোম্পানির নিয়ন্ত্রণে এ বিনোদন পার্ক নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। বিনোদন পার্ক কক্সবাজার লিমিটেড নামে যৌথ কোম্পানি ওই বিনোদন পার্কটি বাস্তবায়ন করবে। কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের বিনোদন পার্ক হচ্ছে জেনে পর্যটন ব্যবসায়ীসহ সাধারণ মহলে আনন্দ পরিলক্ষিত হয়েছে। ‘কক্সবাজার বিনোদন পার্ক’ নামে প্রস্তাবিত প্রকল্পটি নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। সূত্র জানায়, সদর ঝিলংজা বিমানবাহিনীর নতুন রাডারের সীমানা থেকে কলাতলী সংলগ্ন সমতল ও টিলাবিশিষ্ট বড়ছাড়া, শুকনাছড়ি মেরিন ড্রাইভ রোড থেকে ভেতরে ১৫ কিলোমিটার জায়গাজুড়ে এ বিনোদন পার্ক নির্মাণ করা হচ্ছে। পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ মে ॥ উপজেলার দাউদপুরে নুরুন্নেছা স্কুল এ্যান্ড কলেজ ও ৪নং কামালকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে নুরুন্নেছা স্কুল এ্যান্ড কলেজ গবর্নিং বডির সভাপতি জাকিউল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ। স্কুলের দফতরি খলনায়ক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দফতরি শনিবার সকালে এক স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্লীলতাহানি করেছে। এ ঘটনায় দফতরির পক্ষাবলম্বন করে প্রভাবশালীরা মীমাংসার নামে কয়েক দফা প্রহসনের বৈঠক করেছে। জানা গেছে, নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী একই গ্রামের দশরথ বালার মেয়ে সাথী বালা শনিবার সকালে স্কুলের একটি কক্ষে প্রাইভেট পড়ার জন্য আসে। ওই ছাত্রীকে একা পেয়ে একই কম্পাউন্ডে অবস্থিত নাঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম-নৈশপ্রহরী আমিনুল খান (২৮) জোর করে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে জামাকাপড় ছিঁড়ে ফেলে। সাথীর চিৎকারে পার্শ্ববর্তী বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে সাথীকে উদ্ধার করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সাথীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অভিযুক্ত আমিনুলের পক্ষাবলম্বন করে স্থানীয় প্রভাবশালী মোজাম্মেল হক, মজিদ সরদার, ইসহাক অধিকারী, অরুণ হালদার শনিবার দুপুরে প্রাইমারি স্কুলের লাইব্রেরিতে ঘটনা মীমাংসার নামে প্রহসন করে। সাতক্ষীরা জাপার সম্মেলন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জাতীয় পার্টির সাতক্ষীরা জেলার দ্বিবার্ষিক সম্মেলন শনিবার স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায়, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান স ম সালাউদ্দিন, এ্যাডভোকেট আব্দুর রউফ, মাতুলব হোসেন লিয়ন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার শত বছরের চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’-এর উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদশী ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে চিত্ত। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক অঞ্জনা রানী ম-ল। পরে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ২১২ বিক্রেতাকে পুরস্কার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ মে ॥ কলাপাড়ায় বিক্রেতাদের মধ্যে গ্রামীণফোন মেগা ক্যাম্পেইন ‘দুরন্ত-২’-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের হোটেল রুবান মিলনায়তনে ডিস্ট্রিবিউিটর নাহার টেলিকমের আওতাধীন বিজয়ী বিক্রেতাদের এ পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, গ্রামীণফোন এই ক্যাম্পেইনের আওতায় প্রথমপর্বে সর্বমোট ২১২ জন বিক্রেতাকে পুরস্কৃত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
×