ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে দুই ভাইকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৪:০০, ৮ মে ২০১৬

রূপগঞ্জে দুই ভাইকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ মে ॥ ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে প্রতিপক্ষের লোকজন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় নগদ টাকা লুটে নেয়ারও অভিযোগ রয়েছে। শনিবার সকালে কাঞ্চন এলাকায় ঘটে এ ঘটনা। আহত ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, কাঞ্চন বাজারে তাদের রাশিক ফ্যাশন হাউস নামে কাপড়ের দোকান রয়েছে। ইসলাম নামে চাঁদাবাজ বেশ কয়েকদিন ধরে সাদ্দাম হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। সকালে চাঁদার টাকা না দেয়ায় ইসলামসহ চার থেকে পাঁচজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। সাদ্দাম হোসেনকে কুপিয়ে জখম করা হয়। বাধা দিতে এগিয়ে এলে তার বড় ভাই মুশফিকুর রহমানকেও কুপিয়ে জখম করা হয়। এদিকে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করেছে। শনিবার দুপুরে গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় ঘটে এ ঘটনা। ব্যবসায়ী মফিজ উদ্দিন জানান, একই এলাকার মানিক, আল-আমিন, করিমসহ বেশ কয়েকজন ৫নং ক্যানেল এলাকায় ব্যবসায়ী মফিজ উদ্দিনকে পিটিয়ে আহত করে। প্রতিবাদ করায় তার স্ত্রী কুলসুম, ভাবি বুলু ও খালাত বোন তাসলিমাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
×