ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোর-ঢাকা সড়ক অবরোধ

পুলিশের ধাওয়ায় দুর্ঘটনা ॥ মোষের গাড়িচালক নিহত

প্রকাশিত: ০৪:০০, ৮ মে ২০১৬

পুলিশের ধাওয়ায় দুর্ঘটনা ॥ মোষের গাড়িচালক নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ মে ॥ নাটোর-ঢাকা মহাসড়কের গাজীর বিল এলাকায় হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে ভটভটি ও মোষের গাড়ি উল্টে মোষের গাড়িচালক নিহত ও ৬জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিন ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষব্ধ এলাকাবাসী। পরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের গাজীরবিল এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি চেকিং করছিল ঝলমলিয়া হাইওয়ে পুলিশ। বনপাড়াগামী এক ভটভটিকে থামতে বলে পুলিশ। কিন্তু হাইওয়ে পুলিশের ব্যারিকেড অমান্য করে দ্রুত পালানোর সময় বিপরীত দিক থেকে আসা মোষের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভটভটি এবং মোষের গাড়ি উল্টে খাদে পড়ে। ঘটনাস্থলেই মোষেরগাড়ির চালক নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় স্থানীয়রা হাইওয়ে পুলিশকে ধাওয়া দিলে পালিয়ে যায় তারা। এদিকে, মহাসড়কে হাইওয়ে পুলিশের অবিরাম চাঁদাবাজি এবং ঘটনার প্রতিবাদে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
×