ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে রেলের শতবর্ষী গাছ কেটে ফেলল চসিক

প্রকাশিত: ০৩:৫৯, ৮ মে ২০১৬

চট্টগ্রামে রেলের শতবর্ষী  গাছ কেটে  ফেলল চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে রেলওয়ের মালিকানাধীন শতবর্ষী একটি রেইনট্রি গাছ কেটে ফেলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রেলওয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে শুক্রবার রাতের আঁধারে নগরীর টাইগারপাস মোড়ের ওই গাছটি কেটে ফেলে চসিকের লোকজন। শুধু তাই নয়, শতবর্ষী এ গাছটিসহ আরও দুটি গাছ মাত্র সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে তারা। এ সম্পর্কে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা রমজান আলী জানান, যুগ যুগ ধরে যে গাছটি ছায়া দিয়ে টাইগারপাসের প্রতীক হয়ে উঠেছিল। সেটি হঠাৎ রাতে আঁধারে কেটে ফেলা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে সিটি কর্পোরেশনের লোকজন এসে আকস্মিকভাবে গাছটি কেটে ফেলে। খবর পেয়ে আমাদের নিরাপত্তা কর্মীরা এসে বাধা দিলে তারা কাটা গাছ রাস্তার ওপর রেখে চলে যায়। তিনি আরও জানান, রেলওয়ের মালিকানাধীন হওয়ার পরও তারা বিষয়টি একবার আমাদের অবহিত করেনি। শুধু তাই নয়, তারা এটিসহ মোট তিনটি গাছ মাত্র সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চসিক নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম জানান, গাছটি প্রায় দুই বছর আগে মারা যায়। পাতা শাখা, প্রশাখা কিছুই ছিল না। গোড়া হেলে গিয়ে গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কালবৈশাখীতে পড়ে দুর্ঘটনার সৃষ্টি হতে পারে সে জন্য কেটে ফেলা হয়েছে। রেলওয়ের গাছ আপনারা কিভাবে কাটলেন জানতে চাইলে তিনি জানান, সড়ক চসিকের কিন্তু সড়কের পাশে থাকা গাছ রেলওয়ের কিভাবে হয়। আমার বুঝে আসছে না। এদিকে গাছটি মারা ছিল বলে চসিকের নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে। শনিবার দুপুরে টাইগারপাস এলাকায় গিয়ে দেখা যায়, কাটা গাছের গুঁড়ি এবং ডালপালাগুলো নিজেদের আয়ত্তে নিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। সেগুলো টাইগারপাসে রেলওয়ের একটি কার্যালয়ের সামনে মাঠে রাখা হয়েছে।
×