ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সর্বহারা পরিচয়ে ৩ নির্বাচন কর্মকর্তাকে হুমকি

প্রকাশিত: ০৩:৫৭, ৮ মে ২০১৬

সর্বহারা পরিচয়ে ৩ নির্বাচন  কর্মকর্তাকে হুমকি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোবাইল ফোনে সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি করে জেলা নির্বাচন কর্মকর্তা, পবা ও মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ চারজনকে হুমকি দেয়া হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একই মোবাইল নম্বর থেকে একের পর এক হুমকি দেয়া হয়, জেলা নির্বাচন কর্মকর্তা আমিরুল ইসলাম, পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান, মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান ও পব উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মজিবুল হককে। পবা উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মজিবুল হক জানান, শনিবার বেলা ১১টার দিকে ০১৭০০-৫৫৮৭৯১ মোবাইল নম্বর থেকে তার কাছে ফোন আসে। এরপর সে নিজেকে সর্বহারা জনযুদ্ধের সদস্য বিপ্লব বলে পরিচয় দেয়। এরপর সে তার বসের (নির্বাচন কর্মকর্তা) সঙ্গে কথা বলতে চান। এ সময় ফোনের ওপাশ থেকে মজিবুল হককে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাঁদা দাবি করা হয়। সে জানায়, আমাদের দলের টাকার প্রয়োজন, কত টাকা চাঁদা দিবেন বলেন? চাঁদা না দিলে দেখে নেয়ার হুমকি দেয় সে। মজিবুল হক জানান, কিছুক্ষণ পর একই নম্বর থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামানকে ফোন দিয়ে চাঁদা দাবি করা হয়। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন বলে জানান। পরে একই নম্বর থেকে জেলা নির্বাচন অফিসার আমিরুল ইসলাম ও মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমানকে সর্বহারা পরিচয়ে ফোনে চাঁদা দাবি করা হয়েছে। আমিরুল ইসলাম জানান, ওই নম্বর থেকে ফোন দিয়ে বিপ্লব নামের এক ব্যক্তি কথা বলার চেষ্টা করেন। তবে তিনি চাঁদা চেয়ে হুমকির বিষয়টি বুঝতে পেরে ফোনের লাইন কেটে দেন। বিষয়টি তিনি পুলিশ কর্মকর্তাদের জানিয়েছেন বলে জানান। দুই ডাকাত আটক রাজশাহী নগরীর গণকপাড়া এলাকায় এম রায় জুয়েলার্সে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনায় আরও দুজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার প্রেস ব্রিফিংয়ে আরএমপি কমিশনার শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সোনার দোকানে ডাকাতির মামলায় আরও দুজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম ও পরিচয় এবং কোথায় থেকে আটক করা হয়েছে তা জানাননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরএমপি কমিশনার জানান, ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা এখনই বলা সম্ভব নয়। গত ২৮ এপ্রিল মালোপাড়া পুলিশ ফাঁড়ির একশ গজের মধ্যে বোমা ফাঁটিয়ে এম রায় জুয়েলার্সের স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা।
×