ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা আত্মসাত

প্রকাশিত: ০৩:৫৬, ৮ মে ২০১৬

বরিশালে ক্রেডিট ইউনিয়নের কোটি  টাকা আত্মসাত

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ নগরীর জনতা ক্রেডিট ইউনিয়নের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ক্রেডিট ইউনিয়নের শতাধিক সদস্যের আবেদনের প্রেক্ষিতে ইতোমধ্যে জেলা প্রশাসকের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জনতা ক্রেডিট ইউনিয়নের সদস্য শংকর চন্দ্র রায়সহ শতাধিক সদস্যের স্বাক্ষরিত অভিযোগপত্রে জানা গেছে, পরিচালনা পরিষদের সভাপতি দানিয়েল বিশ্বাস, সহ-সভাপতি আলফ্রেড সরদার ও সাধারণ সম্পাদক উইলিয়াম চন্দন দাসসহ তাদের আত্মীয়রা মিলে হাজার হাজার গ্রাহকের জমাকৃত টাকা এবং লভ্যাংশ লুটপাট করেছেন। এছাড়াও জমি ক্রয় এবং বিভিন্ন বিল-ভাউচার দিয়ে তারা কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন। প্রতি বছর নির্বাচনের মাধ্যমে পরিচালনা পরিষদের কমিটি গঠন করার বিধান থাকলেও সমাজসেবা অফিসের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে তারা প্রায় ছয় বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছেন। অফিসের বিধি লঙ্ঘন করে তারা স্বজনদের চাকরি দিয়ে কমিটিতে নিয়ে লুটপাট করে আসছেন। অভিযোগে আরও জানা গেছে, নগরীর গোড়াচাঁদ দাস রোডে জমি ক্রয়ের নামে লাখ লাখ টাকা সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে আত্মসাত করেছেন। কোন সদস্য তাদের এসব অপকর্মের প্রতিবাদ করলে সিন্ডিকেটের মাধ্যমে ওই তিন নেতা প্রতিবাদকারীর সদস্যপদ বাতিল করে দেন।
×