ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধামইরহাটে শতাধিক রাস্তা হুমকির মুখে

প্রকাশিত: ০৩:৫৬, ৮ মে ২০১৬

ধামইরহাটে শতাধিক রাস্তা হুমকির মুখে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ মে ॥ ধামইরহাটে অর্ধশতাধিক রাস্তা হুমকির মুখে পড়েছে। রাস্তার পার্শ্বে অবস্থিত পুকুর ও জমির মালিকদের অবহেলা আর স্বেচ্ছাচারিতায় এসব রাস্তা হুমকির মুখে। ফলে দিনের পর দিন জনসাধারণের চলাচল ও পরিবহন কাজে ব্যাপক বিঘœ ঘটছে। সরকারী বিধি মোতাবেক জমি ও পুকুর মালিকরা রাস্তার নিরাপত্তা বজায় রাখতে বাধ্য। ইসবপুর, উমার, খেলনা, আলমপুর, আড়ানগর, জাহানপুরসহ সকল ইউনিয়নের শতাধিক পাকা রাস্তা এরকম হুমকির মুখে। এ বিষয়ে ধামইরহাট উপজেলা প্রকৌশলী আলী হোসেন জানান, ‘পুকুরের পার্শ্বের বহু রাস্তা হুমকির মুখে থাকায় উপজেলা মাসিক সমন্বয়সভায় আলোচনা হয়েছে। পুকুর মালিক ও জনসাধারণের সচেতনতার অভাব ও আইন অমান্য করার ফলে দিন দিন এ সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যেই রাস্তার ভাঙ্গন ঠেকাতে সরকারী তহবিল থেকে অসংখ্য গাইডওয়াল নির্মাণ করা হয়েছে। এতে আমরা হিমশিম খাচ্ছি। পুকুর ও জমির মালিকরা সচেতন না হলে প্রতিবছর এত সৃষ্ট সমস্যা মোকাবিলা করা কোন ক্রমেই সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘গ্রামীণ সড়ক ব্যবহার ও নিরাপত্তা আইন অনুয়ায়ী রাস্তার ক্ষতি করলে পুকুর মালিক ও জমির মালিকের ২ বছর পর্যন্ত কারাদ- ও অর্থদ-ের বিধান রয়েছে।’
×