ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বোরো চাষের ওপর নির্ভরতা কমাতে এ উদ্যোগ

আউশ চাষে ১১ হাজার কৃষককে প্রণোদনা

প্রকাশিত: ০৩:৫৫, ৮ মে ২০১৬

আউশ চাষে ১১ হাজার  কৃষককে প্রণোদনা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী জেলার সাড়ে ১১ হাজার কৃষক এ বছর পাচ্ছেন আউশ চাষে সরকারী প্রণোদনা। এরই মধ্যে বিভিন্ন এলাকায় তা বিতরণও শুরু করেছে কৃষি বিভাগ। আগামী কয়েকদিনের মধ্যে চাষীপর্যায়ে প্রণোদনার বীজ, সার ও সেচ বাবদ নগদ অর্থ পৌঁছে যাবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালী। কৃষি অফিসের তথ্যমতে, প্রতি বিঘায় একজন কৃষক পাচ্ছেন পাঁচ কেজি উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কোজি এমওপি সার। অন্যদিকে, নেরিকা আউশের ক্ষেত্রে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার। এর বাইরে উফশী এবং নেরিকা উভয় ক্ষেত্রে সেচ সহায়তা হিসেবে কৃষকপ্রতি বরাদ্দ ৪০০ টাকা করে। এছাড়া নেরিকা চাষে আগাছা দমনের জন্য আরও ৪০০ টাকা করে দেয়া হবে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালী বলেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি বোরো চাষের ওপর নির্ভরতা কমিয়ে আনতে সরকারের এ উদ্যোগ। এরই মধ্যে জেলার বেশিরভাগ উপজেলায় চাষীদের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয়েছে। বাকিগুলোতেও দু’একদিনের মধ্যে শেষ হবে। শুক্রবার জেলার বাঘার ৩০০ চাষী হাতে পেয়েছেন প্রণোদনার সার ও বীজ। এদিকে, এখন বরেন্দ্র অঞ্চলজুড়ে চলছে বোরো ধান কাটা-মাড়াইয়ের ধুম। এর মাঝেই শুরু হয়ে গেছে আউশ চাষের প্রস্তুতি। চলতি মাসের মধ্যেই শুরু হবে চাষ। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, এ বছর জেলার সাড়ে ১১ হাজার কৃষক আউশ চাষে প্রণোদনা পাচ্ছেন।
×