ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস তুরস্কে দুই সাংবাদিকের কারাদণ্ড

প্রকাশিত: ০৩:৪৩, ৮ মে ২০১৬

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস তুরস্কে দুই সাংবাদিকের কারাদণ্ড

তুরস্কের একটি আদালত রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে খ্যাতিমান দুই সাংবাদিককে কারাদ- প্রদান করেছে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকগণ এ ঘটনার ব্যাপকভাবে নিন্দা জানিয়েছেন। ইরডেম গুলকে পাঁচ বছরের এবং ক্যান দুনদারকে পাঁচ বছর ১০ মাসের কারাদ- দেয়া হয়েছে। খবর বিবিসির। দুনদার ও গুল প্রতিবেদন তৈরি করেছিলেন যে, তুরস্ক সিরীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের নিকট অস্ত্রশস্ত্র পাঠানোর চেষ্টা করেছে। এদিকে আদালতের রায়ের আগে একজন বন্দুকধারী দুনদারকে হত্যার চেষ্টা করে। আদালতের বাইরে দুনদার যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, ওই হামলাকারী তখন তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। তবে কোন ধরনের আঘাত না পেয়েই দুনদার স্থানটি থেকে নিরাপদ স্থানে যেতে সক্ষম হন এবং হামলাকারী বন্দুকধারীকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় পায়ে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন এক সাংবাদিক। আদালতের রায়ের পর দুনদার বলেন, কারাদ- ও হত্যা চেষ্টা আমাদের কেবলমাত্র দমন করতে ও নীরব রাখতেই করা হয়নি, বরং তুর্কী গণমধ্যমকে ভয়ভীতি দেখাতে ও আমাদের লেখনী থামাতে ভীতি প্রদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই সাংবাদিক আদালতের এই রায়ের বিরুদ্ধে আপীল করতে পারেন। এ্যামনেস্টি ইন্টরন্যাশনালের ইউরোপ ও সেন্ট্রাল এশিয়ার পরিচলক জন দালহুইসেন এই দ-াদেশকে ‘প্রহসনমূলক বিচার’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘রাজনৈতিক চাপের মুখে তুরস্কে আইন কিভাবে অকার্যকর এবং ভেঙ্গে পড়েছে আদালতের এই রায় তা দেখিয়ে দিয়েছে।
×