ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন কৌশল প্রশ্নের মুখে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ারহেড

প্রকাশিত: ০৩:৪২, ৮ মে ২০১৬

মার্কিন কৌশল প্রশ্নের মুখে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ারহেড

উত্তর কোরিয়া এখন স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রে ক্ষুদ্র পারমাণবিক ওয়ারহেড সংযোজন করছে। যা জাপান ও দক্ষিণ কোরিয়ায় আঘাত করতে সক্ষম বলে মার্কিন ও দক্ষিণ কোরীয় গোয়েন্দারা উপসংহারে পৌঁছেছেন। এর আগে কয়েক বছর ধরে তারা উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী নিয়ে কোনটা নিছক প্রচারণা ও কোনটা সত্য তা নির্ণয়ের চেষ্টা করেছে। এক দশক আগে উত্তর কোরিয়া তার প্রথম পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায়। এরপর থেকেই উত্তর কোরিয়াকে এই ধরনের সক্ষমতা থেকে বিরত রাখতে প্রায় এক দশক ধরে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাদের ব্যর্থতায় উত্তর কোরিয়া বিষয়ক নীতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তরের পরমাণু কর্মসূচী নিয়ে দীর্ঘদিনের বিরোধ দেশটির তরুণ লড়াকু নেতা কিম জং উনের নেতৃত্বে আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়ার সক্ষমতার এই মূল্যায়ন তাদের পরমাণু কর্মসূচীর ভেতর থেকে সরাসরি প্রমাণের ওপর ভিত্তি করে নয়। -নিউইয়র্ক টাইমস
×