ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফেসবুক ব্যবহারকারী দিনে গড়ে ব্যয় করে ৫০ মিনিট

প্রকাশিত: ০৩:৪১, ৮ মে ২০১৬

ফেসবুক ব্যবহারকারী দিনে গড়ে  ব্যয় করে ৫০ মিনিট

ফেসবুক গত সপ্তাহে তার প্রথম ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে। সংস্থাটি মোট আয় প্রায় তিনগুণ বেড়ে হয়েছে ১৫০ কোটি ডলার এবং মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ১৬৫ কোটি। তবে অনেক ছোট একটি সংখ্যা যা দ্রুত সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সংখ্যাটি হলো ৫০ মিনিট। গড় এই সময়টি ব্যবহারকারীরা প্রতিদিন ফেসবুক, ইন্সটাগ্রাম ও ম্যাসেঞ্জার ব্যবহারে ব্যয় করে। তবে এই তালিকায় জনপ্রিয় মেসেজিং এ্যাপ হোয়াটসএ্যাপ রাখা হয়নি। হয়ত গড় সময়টি খুব বেশি মনে হচ্ছে না। কিন্তু এক দিনে রয়েছে মাত্র ২৪ ঘণ্টা। যার মধ্যে গড়ে ৮ দশমিক ৮ ঘণ্টা ঘুমায় একজন। এর অর্থ হলো কর্মক্ষম সময়ের মধ্যে গড়ে এক-ষোড়শাংশের বেশি সময় ব্যবহারকারীরা ফেসবুকে ব্যয় করে। মার্কিন শ্রম মন্ত্রণালয়ের একটি ইউনিট ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের করা এক জরিপে দেখো গেছে, ফেসবুকে প্রায় এক ঘণ্টা সময় ব্যয় অন্য যে কোন অবসর কার্যকলাপে সময় ব্যয়ের চেয়ে অনেক বেশি। শুধু টেলিভিশন ও সিনেমা দেখা ছাড়া। এ ক্ষেত্রে একজন দিনে গড়ে ২ দশমিক ৮ ঘণ্টা ব্যয় করে। একজন মানুষ গড়ে বই পড়ায় ১৯ মিনিট, খেলাধুলা বা শরীর চর্চায় ১৭ মিনিট, সামাজিক কর্মকা-ে চার মিনিট এবং খাওয়াদাওয়ায় এক ঘণ্টা ৭ মিনিট ব্যয় করে। মার্কিন উপদেষ্টা কোম্পানি এভারকোরের ব্যবস্থাপনা পরিচালক ও বিশ্লেষক কেন সেনা বলেন, আপনি চিন্তা করে দেখবেন সত্যিই ৫০ মিনিট অনেক বেশি সময় কিনা- এটি বিশাল। সাধারণত যখন কোন প্ল্যাটফর্ম তার ব্যবহারের পরিসর বাড়ায়, তখন গড় সময় ব্যবহার কমে যায়। কারণ অনেক নতুন লোক এতে সক্রিয় থাকে না। কিন্তু ফেসবুকে সময় ব্যয়ের গড় বেড়েছে। ২০১৪ সালে এই হার ছিল ৪০ মিনিট। এমনকি ফেসবুকের সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে। অবশ্যই কিছু ব্যবহারকারী রয়েছে, যারা সারাদিনের অনেক ঘণ্টা এই সাইটে ব্যয় করে। ফেসবুক আসক্তির এই প্রবণতা অনানুষ্ঠানিকভাবে ইন্টারনেট এ্যাডিকশন ডিজঅর্ডার নামে পরিচিত। বিশ্বের মিডিয়ার জনপ্রিয়তা যাচাইকারী ও বিশ্লেষণ কোম্পানি কমস্কোরের সাম্প্রতিক উপাত্তে (শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্যের ভিত্তিতে) দেখা গেছে, একজন ব্যবহারকারী ফেসবুকে সময় ব্যয় করে ৩৫ মিনিট, ইউটিউবে ১৭ মিনিট, ইয়াহুর সাইটগুলোতে ৯ মিনিট, লিংকেনডিনে দুই মিনিট ও ট্ইুটারে মাত্র এক মিনিট ব্যয় করে। কমস্কোরের মার্কেটিং বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড্রু লিপসম্যান বলেছেন, তরুণ ব্যবহারকারীদের মধ্যে সামাজিক মাধ্যমের প্রতি ব্যাপক স্পৃহা রয়েছে এবং তারা বিভিন্ন নেটওয়ার্কে প্রচুর সময় ব্যয় করে। তবে তারা ফেসবুকেই সবচেয়ে বেশি সময় ব্যয় করে। কমস্কোর জানিয়েছে, গত বছরের চেয়ে চলতি বছর টেলিভিশন দেখার হার (লাইভ ও ধারণকৃত) দুই শতাংশ কমেছে। ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ৪৭ শতাংশ টেলিভিশন স্ক্রিনে টিভি দেখে এবং ৪০ শতাংশ মোবাইলে টিভি দেখে। ৫৫ বছর ও তদুর্ধদের মধ্যে ৭০ শতাংশ স্ক্রিনেই টিভি দেখে। -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস
×