ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড় বড় নেতার কাছে প্রত্যাখ্যাত হয়ে সঙ্কটে রিপাবলিকান প্রার্থী

দলের সমর্থন পেতে মরিয়া ট্রাম্প

প্রকাশিত: ০৩:৪০, ৮ মে ২০১৬

দলের সমর্থন পেতে মরিয়া ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং দলীয় নেতাদের মধ্যে শান্তি স্থাপনের ত্বরিত চেষ্টা শুক্রবার ভেঙ্গে পড়ার উপক্রম হয়। জেব বুশ সাধারণ নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেবেন না বলে ঘোষণা করেন। ট্রাম্প তার প্রচার অভিযান অনুমোদন করতে অস্বীকার করেছেন এমন এক বিশিষ্ট সিনেটরকে কড়া ভাষায় ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। খবর নিউইয়র্ক টাইমসের। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে নিরঙ্কুশ বিজয়ের পর রিপাবলিকান পার্টির সম্ভাব্য মনোনীত প্রার্থী ট্রাম্প দলীয় নেতাদের বর্জনের মুখে পড়েছেন। এটি আধুনিক রাজনীতিতে নজিরবিহীন ঘটনা। ট্রাম্প সিনিয়র কংগ্রেস সদস্য ও রাজনৈতিক চাঁদাদাতাদের সঙ্গে সমঝোতা করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তিনি রিপাবলিকান প্রাইমারি ভোটাভুটির সময় তাদের নিন্দা করেছিলেন এবং এখন তাকে তাদের উদারতার ওপর অবশ্যই নির্ভর করতে হবে। শুক্রবার ট্রাম্পকে অনুমোদন করতে জেব বুশের অস্বীকৃতি এক কড়া আঘাত আনে। ফ্লোরিডার সাবেক গবর্নর জেব দলের প্রবীণ সদস্যদের শ্রদ্ধাভাজন এবং তার হাতে রিপাবলিকান রাজনীতির এক শক্তিশালী তহবিল সংগ্রাহক নেটওয়ার্ক রয়েছে। জেব এক বিবৃতিতে বলেন, তার সাবেক প্রতিদ্বন্দ্বীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো মেজাজ বা চরিত্রবলের অভাব রয়েছে। জেবের বাবা জর্জ বুশ ও ভাই জর্জ ডব্লিউ বুশ ট্রাম্পের প্রার্থিতা অনুমোদন করবেন না বলে এ সপ্তাহের প্রথমদিকে ঘোষণা করেন। ট্রাম্প ওমাহাতে এক সমাবেশে বুশ পরিবারের বিরোধিতার মুখে অবিচল রয়েছেন বলে জানান। তিনি অতীতের মতো জেবকে ‘স্বল্প কর্মশক্তির মানুষ’ বলে বিদ্রƒপ করেন। ট্রাম্প বলেন, বুশ পরিবার নিয়ে আমি বিস্মিত হইনি, কারণ আমি যা ঘটেছিল তার খুব সমালোচনা করেছিলেন। তিনি তার প্রার্থিতা প্রত্যাখ্যান করে সিনেটর লিন্ডসে গ্রাহামের দেয়া এক বিবৃতির প্রতিও প্রচ- ক্ষোভ ব্যক্ত করেন। ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক গ্রাহাম শুক্রবার বলেন, ট্রাম্প কমান্ডার ইন চীফ হওয়ার অযোগ্য। গ্রাহাম গত বছর প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পেতে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ম্যানহাটানের কোটিপতি ব্যবসায়ী ট্রাম্প দলের জাতীয় নিরাপত্তা বিষয়ক সিনিয়র মুখপাত্র গ্রাহামকে আক্রমণ করে পাল্টা বিবৃতি দেন। এতে ট্রাম্প গর্ব করে বলেন, তিনি গ্রাহামের প্রেসিডেন্ট হওয়ার ‘ভাগ্যহীন’ প্রয়াস বিনষ্ট করে দেন এবং তাকে রাজনৈতিক ভস্মস্তূপে নিক্ষেপ করেন। তবে ট্রাম্প তার ও দলীয় এস্টাব্লিশমেন্টের মধ্যকার ভগ্ন সম্পর্ক জোড়া দিতে দৃঢ়সঙ্কল্প বলে মনে হয়। ট্রাম্পের সঙ্গে কড়া বাদানুবাদের পর প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ান শুক্রবার ঘোষণা করেন, ট্রাম্প কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের সঙ্গে দেখা করতে এবং রায়ানের সঙ্গে ঘরোয়াভাবে কথা বলতে আগামী সপ্তাহে ওয়াশিংটন আসবেন। রায়ান ট্রাম্পের প্রার্থিতা অনুমোদন করতে প্রস্তুত নন বলে বৃহস্পতিবার বিবৃতি দেন। ট্রাম্প পাল্টা বিবৃতিতে তিনি রায়ানের নীতিগত এজেন্ডা সমর্থন করবেন বলে জবাব দেন। দু’ব্যক্তির আগামী সপ্তাহের বৈঠকে চলতি নবেম্বরে আমেরিকার জনগণের সমর্থন পেতে পারে এমন রিপাবলিকান নীতি ও ধ্যানধারণা নিয়ে আলোচনা করা হবে। রায়ানের দফতর থেকে একথা বলা হয়। দলের এস্টাব্লিশমেন্টের অনেকাংশ থেকে অবন্ধসুলভ আচরণ পেলেও ট্রাম্প প্রভাবশালী রিপাবলিকানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনুমোদন পেয়েছেন। সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককানাল ট্রাম্পকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিন্স প্রিবাস মঙ্গলবার সন্ধ্যায়ই ট্রাম্পকে দলের সম্ভাব্য প্রার্থী বলে ঘোষণা করেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিও সিএনএনের সঙ্গে এক সাক্ষাতকারে বলেন, তিনি রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হিসেবে ট্রাম্পকেই ভোট দেবেন। দলের অন্যতম বড় চাঁদাদাতা কোটিপতি ব্যবসায়ী শেলডন জি. এ্যাডেলসন ট্রাম্পকে সমর্থন করবেন বলে বৃহস্পতিবার ম্যানহাটনে এক অনুষ্ঠানে ঘোষণা দেন। নেব্রাস্কার গবর্নর পেট রিকেটস শুক্রবার ওমাহাতে ট্রাম্পকে পরিচয় করিয়ে দেন। অথচ তার পরিবার প্রাইমারি ভোটের সময় ট্রাম্পকে আক্রমণ করতে বিজ্ঞাপনের খরচ বাবদ কোটি কোটি ডলার যুগিয়েছিল।
×