ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উৎপাদন বাড়াবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত: ০৩:৪০, ৮ মে ২০১৬

উৎপাদন বাড়াবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ লক্ষ্যে বিস্কুটের নতুন লাইন স্থাপন করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বিস্কুট উৎপাদনের নতুন লাইন স্থাপন করতে আনুষঙ্গিক যন্ত্রপাতি ইতালি ও ভারত থেকে আমদানি করা হবে। আর নতুন মেশিন আমদানি করতে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকা। যৌথভাবে নগদ ও ব্যাংকের অর্থায়নে নতুন লাইন স্থাপনের মাধ্যমে বিস্কুট উৎপাদনে বৈচিত্র্য আনা হবে। আর নতুন লাইন স্থাপনের মাধ্যমে বছরে ৭ হাজার ২০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা বাড়বে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×