ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লঙ্কা বাংলা ফাইনান্সের সভা ১২ মে

প্রকাশিত: ০৩:৩৯, ৮ মে ২০১৬

লঙ্কা বাংলা ফাইনান্সের সভা ১২ মে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য ১২ মে বেলা ৩টায় পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৫ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ পেয়েছেন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা। গেল বছর লংকাবাংলার নিট মুনাফা হয়েছে ৪২ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা, আগের বছর যা ছিল ৪৪ কোটি ২১ লাখ টাকা। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, বার্ষিক শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৭৬ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৬ টাকা ২ পয়সা। আগের বছর ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল লংকাবাংলা ফিন্যান্স।
×