ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত গ্যাসভিত্তিক অর্থনীতিতে প্রবেশ করছে

প্রকাশিত: ০৩:৩৭, ৮ মে ২০১৬

ভারত গ্যাসভিত্তিক অর্থনীতিতে  প্রবেশ করছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ জলবায়ু পরিবর্তনের হুমকি থেকে বাঁচতে দিন দিন সোচ্চার হচ্ছে বিশ্ববাসী। এ উদ্যোগের আওতায় গ্রিন হাউস গ্যাস উৎপাদন কমাতে আরও একধাপ এগিয়ে আসছে ভারত। সস্তায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার পরিমাণ বাড়িয়ে এবং নিজেদের উৎপাদন বাড়ানোর মধ্য দিয়ে দেশটি গ্যাসভিত্তিক অর্থনীতিতে ঢুকতে চায় বলে জানিয়েছেন তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ভারতের মোট জ্বালানির ৮ শতাংশ ব্যবহৃত হয় গ্যাস থেকে।
×