ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহে আকরিক লোহার দর পড়ল ১২ শতাংশ

প্রকাশিত: ০৩:৩৬, ৮ মে ২০১৬

এক সপ্তাহে আকরিক লোহার দর পড়ল ১২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরবরাহের চাহিদা কম থাকায় প্রতিনিয়ত ধরা খাচ্ছে আকরিক লোহার বাজার। শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন আকরিক লোহার দর আরও ৩ শতাংশ কমে প্রায় ৫৭ ডলার ৭০ সেন্টে বিক্রি হয়। এ নিয়ে গত এক সপ্তাহে পণ্যটির দর প্রায় ১২ শতাংশ পড়ল। যা ২০১১ সালের অক্টোবর মাসের পর সর্বোচ্চ পতন। ওই সময় বাজারে ৫ দিনের লেনদেনে পণ্যটির দর টনে ১৪২ থেকে কমে ১১৬ ডলারে নেমে আসে। মেটাল বুলেটিনের খবরে আকরিক লোহার দর নিয়ে সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত মার্চ মাসে চীনের চাহিদায় সন্তুষ্ট ছিল এ বাজার। ওই মাসে একদিনেই এ পণ্যের দর প্রায় ২০ শতাংশ বেড়ে যায়।
×