ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দারিদ্র্যবান্ধব বাজেট চায় সুপ্র

প্রকাশিত: ০৩:৩৫, ৮ মে ২০১৬

দারিদ্র্যবান্ধব বাজেট চায় সুপ্র

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেট দারিদ্র্যবান্ধব, বাস্তবায়নযোগ্য, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক এবং জেন্ডার সমতাভিত্তিক করার দাবি জানিয়েছে সুশাসনের জন্য প্রচারভিযান (সুপ্র)। শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রাক-বাজেট আলোচনা ২০১৬-১৭’ শীর্ষক এক সভায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। দেশের সুষম উন্নয়নে কাঠামোগত সংস্কারের মাধ্যমে জনমতের ভিত্তিতে আগামী অর্থবছরের জন্য অংশগ্রহণমূলক ‘জেলা বাজেটের’ দাবিও জানায় সংগঠনটি। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন সুপ্রর সদস্য এম এ কাদের। সুপ্রর সভাপতি আহমেদ স্বপন মাহমুদ বলেন, বাজেট কেন্দ্রীয়ভাবে প্রণয়ন, বরাদ্দ, নীতি নির্ধারণ ও বাস্তবায়নের প্রক্রিয়া পরিচালিত হয়। কেন্দ্র থেকে অনেক ক্ষেত্রেই আঞ্চলিক প্রয়োজনের পরিমাণ ও প্রকৃতি বোঝা যায় না। এছাড়া সব উপজেলার জন্য সমান বাজেট বরাদ্দ করা হয়। কিন্তু জেলা-উপজেলার প্রকৃতি, জনসংখ্যা ও অন্য নির্দেশক এক নয়। তাই বাজেট বরাদ্দ ও এলাকাভিত্তিক বণ্টনের ক্ষেত্রে আঞ্চলিক বৈশিষ্ট্য বিবেচনা করা প্রয়োজন।
×