ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাদ্যে বিষক্রিয়া ॥ রংপুরে ২৬ মাদ্রাসাছাত্রী হাসপাতালে

প্রকাশিত: ০৮:১৯, ৭ মে ২০১৬

খাদ্যে বিষক্রিয়া ॥ রংপুরে ২৬ মাদ্রাসাছাত্রী হাসপাতালে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে রংপুরের তাজহাটের একটি বালিকা মাদ্রাসার আবাসিক ১৬ ছাত্রীকে শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ৯ নম্বর ওয়ার্ডে গিয়ে অসুস্থ ছাত্রীদের খোঁজখবর নিয়েছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব উল করিম। তাজহাট ফাতেমা (রা) বালিকা কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন তার মাদ্রাসার ৫৬ জন ছাত্রী রোজা পালন করেছিল। শুক্রবার সকালে তারা গরম ভাতের সঙ্গে শাক ও আলুর ভর্তা খায়। দুপুরে তাদের মুরগির মাংস দিয়ে ভাত দেয়া হয়। বিকেল ৫টার দিকে ৫৬ ছাত্রীর মধ্যে ১৬ জন বমি ও মাথা ঘোরানো রোগে অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক হাসপাতালে এনে ভর্তি করা হয়। রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন ওই মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্রী শারমিন (১৫) নুরানী বিভাগের আঁখিমনি (৯) ও পারভীন (১৪) জানায়, তারা দুপুরে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার পর বমি ও মাথা ঘোরানো রোগে অসুস্থ হয়ে পড়েছিল। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ সাইদুর রহমান চৌধুরী জানান, ১৬ জন মাদ্রাসাছাত্রী বমি ও মাথা ঘোরানো রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত। ধারণা করা হচ্ছে তাদের গ্যাসফর্ম করায় এমনটি ঘটেছে।
×