ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্মিত হলো খণ্ড নাটক ‘হামতাম কোচিং সেন্টার’

প্রকাশিত: ০৬:১১, ৭ মে ২০১৬

নির্মিত হলো খণ্ড নাটক ‘হামতাম কোচিং সেন্টার’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হলো খ- নাটক ‘হামতাম কোচিং সেন্টার’। অনামিকা ম-লের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক শাহরিয়ার সুমন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, এ্যালেন শুভ্র, কাজী আসিফ, অর্ণব অন্তু, ইশিকা খান, সামিয়া সাইদ, প্রিমা, লিসা, বাদল, এহসানূর রহমান প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে হাসান-মনিরেরা চার বন্ধু। ভার্সিটিতে পড়ে। পড়ালেখার ফাকে টিউশনি করে। হঠাৎ একটা কোচিং সেন্টার খোলার সিদ্ধান্ত নেয় তারা। কোচিং সেন্টারের নাম হাম তাম কোচিং সেন্টার। কোচিং সেন্টারের টিচার ওরা ৪ জন। সবাই কিছু কিছু বিনিয়োগ করে একটা কোচিং সেন্টার দাঁড় করায়। প্রথম প্রথম সেখানে স্টুডেন্টের চেয়ে টিচারই বেশি ছিল। ওদের মধ্যে কেউ কেউ অভিভাবকের প্রক্সি দিত। রিয়েল অভিভাবকদের দেখিয়ে দেখিয়ে ওরা সামনে এসে বলত, স্যার আমার ছেলেটিকে আপনার কোচিংয়ে দিতে চাই। এর অনেক সুনাম শুনেছি, আমাদের এলাকার অনেকেই ভর্তি হতে আসবে বিকেলে। পরে যদি সিট না পাই তাই আগে আগে এসে বলে রাখলাম। এতে বেশ ভালই মজা পেত ওরা। কোচিং এ স্টুডেন্ট সংখ্যা বাড়াতে ওরা সিদ্ধান্ত নেয় একজন সুন্দরী স্টুডেন্ট ভর্তি করবে। দরকার হলে বিনা পয়সায় মেয়েটাকে পড়াবে। যাতে অন্তত ওই মেয়ের জন্য কয়েকজন ছাত্র ভর্তি হয়। এরকম সুন্দরী জনপ্রিয় ইন্টার লেভেলের ছাত্রী সেলেক্ট করতে ওরা প্রায়ই গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে থাকত। ফলে কিছু অনাকাক্সিক্ষত মজার সিচ্যুয়েশন তৈরি হয়। অবশেষে একজন সুন্দরী ছাত্রী পাওয়া গেল। কিন্তু সমস্যা হলো টিচাররা প্রত্যেকেই পড়ানোর চেয়ে সেই ছাত্রীর সঙ্গে ভাব নিতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে। তবে ছাত্রসংখ্যা ইতোমধ্যে কিছু বেড়ে গিয়েছিল সেই ছাত্রীর কল্যাণে। স্টুডেন্ট সংখ্যা বাড়তে লাগল। ভালই চলছিল কিছুদিন। এর মধ্যে ঘটে নানা ঘটনা এগিয়ে যায় নাটকের কাহিনী।
×