ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্কার-কাকাকেও রাখলেন না দুঙ্গা

প্রকাশিত: ০৫:৫৯, ৭ মে ২০১৬

অস্কার-কাকাকেও রাখলেন না দুঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। এখানেও ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন সেলেসাওদের অভিজ্ঞ কোচ কার্লোস দুঙ্গা। তার ঘোষিত দলে জায়গা মিলেনি তরুণ প্রতিভাবান তারকা অস্কার এবং অভিজ্ঞ ফুটবলার রিকার্ডো কাকার। স্প্যানিশ ক্লাব বার্সিলোনার অনুরোধে প্রাথমিক দলেই নেইমারকে রাখেননি দুঙ্গা। এর ফলে কোপা আমেরিকায় খেলতে না পারা ব্রাজিলিয়ান অধিনায়ককে দেখা যাবে শুধুই অলিম্পিকে। তবে নিয়মিত অধিনায়ক নেইমার না থাকলেও কাকাকে চূড়ান্ত দলে রাখা হবে বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু দুর্ভাগ্য সাবেক রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারের। শুধু তাই নয় কাকার সঙ্গে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন চেলসির তরুণ প্রতিভাবান ফুটবলার অস্কার, লিভারপুলের রবার্তো ফিরমিনো এবং প্যারিস সেইন্ট জার্মেইর লুকাস মৌউরাও। এর আগে প্রাথমিক দল থেকে নেইমারের সঙ্গে দলের আরও তিন অভিজ্ঞ ফুটবলার ডেভিড লুইজ, থিয়াগো সিলভা এমনকি রিয়াল মাদ্রিদের মার্সেলোকেও বাদ দিয়ে দেন দুঙ্গা। তবে কোপা আমেরিকায় খেলার জন্য চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন লিভারপুলের কৌটিনহো। কোপার জন্য ঘোষিত চূড়ান্ত দলের সাতজন হলেন ব্রাজিলেরই বিভিন্ন ক্লাবের। যার মধ্যে তিনজন জায়গা পেয়েছেন সান্তোস থেকে। আর দুঙ্গা মনে করেন জাতীয় দলের হয়ে খেলার এই অভিজ্ঞতা ফুটবলাররা ক্লাবে ফিরে কাজে লাগাতে পারবেন। আগামী জুনে প্রথমবারের মতো লাতিন আমেরিকার বাইরে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার শতবর্ষী উপলক্ষে বিশেষ এই আসর। ‘বি’ গ্রুপে খেলবে দুঙ্গার দল। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ইকুয়েডর, হাইতি এবং পেরু। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার পরপরই শুরু হবে ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিক। যার আয়োজক দেশ এবার নেইমারেরই ব্রাজিল। কোপা আমেরিকায় ব্রাজিলের চূড়ান্ত দল ॥ গোলরক্ষক ॥ এ্যালিসন, দিয়েগো আলভেজ, এডারসন। ডিফেন্ডার ॥ মিরান্ডা, জিল, মারকুইনহোস, রদ্রিগো ক্যায়িও, দানি আলভেজ, ফিলিপ লুইস, ফ্যাবিনহো, ডগলাস সান্তোস। মিডফিল্ডার ॥ লুইজ গুস্টাভো, এলিয়াস, রেনাতো অগাস্টো, ফিলিপ কৌটিনহো, লুকাস লিমা, উইলিয়ান, ক্যাসেমিরো এবং রাফিনহা। ফরোয়ার্ড ॥ ডগলাস কোস্টা, হাল্ক, গ্যাব্রিয়েল, রিকার্ডো অলিভিরা।
×