ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হ্যালেপ-সিবুলকোভা সেমিফাইনালে

প্রকাশিত: ০৫:৫৭, ৭ মে ২০১৬

হ্যালেপ-সিবুলকোভা সেমিফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন সিমোনা হ্যালেপ এবং ডোমিনিকা সিবুলকোভা। বৃহস্পতিবার দারুণ জয়ে মাদ্রিদ ওপেনের সেমিফাইনালেও জায়গা করে নেন তারা। এছাড়াও মাদ্রিদ ওপেনের শেষ চারের টিকেট নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার এবং আমেরিকার লোইসা চিরিকো। ডব্লিউটিএ মাদ্রিদ ওপেনে ষষ্ঠ বাছাই হিসেবে কোর্টে নামেন হ্যালেপ। এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলেন দশম বাছাই সুইজারল্যান্ডের তিমিয়া বাসিনস্কিকে হারিয়ে। আর শেষ আটের লড়াইয়ে হ্যালেপ কষ্টার্জিত জয় পান স্বদেশী ইরিনা ক্যামেলিয়া বেগুর বিপক্ষে। বৃহস্পতিবার ষষ্ঠ বাছাই হ্যালেপ ৬-৩, ০-৬ এবং ৬-১ সেটে ইরিনা বেগুকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন। শেষ চারে তার প্রতিপক্ষ এখন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। যিনি রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে পরাজিত করে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেন। ২০১১ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন স্টোসার। কিন্তু এরপর আর কখনই নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যে কারণে ৩২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকার জন্য হ্যালেপের বিপক্ষে লড়াইটা যে বেশ কঠিন হবে তা অনুমিতই। ২০১৪ সালে মাদ্রিদ ওপেনের ফাইনাল খেলেছিলেন হ্যালেপ। সামান্থা স্টোসারের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। অতীত পরিসংখ্যানে স্টোসারের বিপক্ষে এবারও নিশ্চিত এগিয়ে থেকেই কোর্টে নামবেন হ্যালেপ। এদিকে সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা হ্যালেপেরই স্বদেশী সোরানা ক্রিস্টিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন। সিবুলকোভা এদিন ৪-৬, ৬-৩ এবং ৬-৩ সেটে হারান সোরানা ক্রিস্টিয়াকে। ফাইনালে উঠার পথে তার বাধা এখন আমেরিকার লোইসা চিরিকো। মাদ্রিদে দুর্দান্ত খেলছেন চিরিকো। তবে তৃতীয় রাউন্ডের বাধা অনায়াসেই পেরিয়েছেন তিনি। যেখানে তার প্রতিপক্ষ ছিলেন চতুর্থ বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। পীঠের ইনজুরির কারণে আজারেঙ্কা টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলে ওয়াকওভার নিয়ে শেষ আটে ওঠেন চিরিকো। কিন্তু শেষ আটে নিজের সেরা পারফর্মেন্সটাই উপহার দিয়েছেন তিনি। অবাছাই রাশিয়ার দারিয়া গাভ্রিলোভাকে হারান তিনি। যদিওবা প্রথম সেট জিততে বেশ বেগ পেতে হয়েছে তাকে। টাইব্রেকারে গড়ানো প্রথম সেটটি ৭-৬ (৭/১) গেমে জিতেন চিরিকো। আর দ্বিতীয় সেটে হেসেখেলেই জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে আমেরিকান তারকা ৬-২ গেমে হারান দারিয়া গাভ্রিলোভাকে। সেইসঙ্গে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেন চিরিকো।
×