ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাসাকাদজার সেঞ্চুরি

প্রথম জয়ের দেখা পেল মাশরাফির কলাবাগান

প্রকাশিত: ০৫:৫৬, ৭ মে ২০১৬

প্রথম জয়ের দেখা পেল মাশরাফির কলাবাগান

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) এমন একটি দল পেয়েছেন যাদের নিয়ে বড় কোন চিন্তাই আকাশ-কুসুম কল্পনার নামান্তর। তবে দুর্বলতর দল গড়া কলাবাগান ক্রীড়া চক্রকে (কেসি) নিয়ে চ্যালেঞ্জে নামার ঘোষণা দিয়েছিলেন মাশরাফি। সেটা হয়নি, হ্যাটট্রিক পরাজয় দেখেছে দল। তবে শুক্রবার জিম্বাবুইয়ান রিক্রুট হ্যামিল্টন মাসাকাদজার দুর্দান্ত সেঞ্চুরিতে কাক্সিক্ষত জয়ের দেখা পেয়েছে কলাবাগান কেসি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৪৯ রানে হারিয়ে প্রথম পয়েন্টের মুখ দেখেছে মাশরাফির দল। আর চার ম্যাচের সবগুলোতেই হারল সিসিএস। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা কলাবাগান কেসি তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে ফেলে। কিন্তু দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলকে ভাল অবস্থান দেন সাদমান ইসলাম ও মাসাকাদজা। সাদমান ৬৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে ফিরে যান। এরপর মাসাকাদজা-তাসামুল হক ৭৭ রানের আরেকটি জুটি গড়লে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কলাবাগান কেসি। তাসামুল অবশ্য ৩৭ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু মাসাকাদজা আদায় করে নেন সেঞ্চুরি। অপরপ্রান্ত থেকে আর কেউ সঙ্গ দিতে পারেননি। মাশরাফি ৫ নম্বরে নামলেও ১ রান করেই সাজঘরে ফেরেন। কিন্তু মাসাকাদজা ১০৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরার আগেই বড় একটি সংগ্রহ পেয়ে গেছে কলাবাগান। ৯ উইকেটে ২৭০ রান করে তারা। নাসুম আহমেদ ৩ উইকেট নেন। জবাব দিতে নামা সিসিএসকে দলীয় ২০ রানেই প্রথম আঘাত দেন মাশরাফি। ফিরিয়ে দেন অমিত মজুমদারকে (১২)। তবে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে ভালভাবেই এগুচ্ছিল সিসিএস। কিন্তু অভিজ্ঞ আব্দুর রাজ্জাকের ভয়াল ঘূর্ণি বলে দিক হারিয়ে ফেলে তারা। পিনাক ঘোষ ৫৪ বলে ৪২ (৪ চার, ১ ছয়) ও সাইফ হাসান ৩৪ রান করে সাজঘরে যান। অধিনায়ক রাজিন সালেহও ভাল খেলতে খেলতে আউট হয়ে গেছেন। কোন জুটি বড় হয়নি। শেষদিকে উত্তম সরকার ৭৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৩ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলে ব্যবধান কমাতে পেরেছেন শুধু। তিনিও ফিরে যান মাশরাফির বলে বোল্ড হয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২১ রান করতে সক্ষম হয় সিসিএস। রাজ্জাক ৪টি ও মাশরাফি ২টি উইকেট নেন। স্কোর ॥ কলাবাগান কেসি ইনিংস- ২৭০/৯ (মাসাকাদজা ১১৫, সাদমান ৪৭, তাসামুল ৩৭, শরীফুল্লাহ ১৭; নাসুম ৩/৪৭, উত্তম ২/২৫, সালমান ২/৪৯)। ক্রিকেট কোচিং স্কুল ইনিংস- ২২১/৮; ৫০ ওভার (উত্তম ৬৩, পিনাক ৪২, সাইফ ৩৪, রাজিন ২৭, সাঈদ ২১; রাজ্জাক ৪/৩২, মাশরাফি ২/৪৩)। ফল ॥ কলাবাগান ক্রীড়া চক্র ৪৯ রানে জয়ী। ম্যাচসেরা ॥ হ্যামিল্টন মাসাকাদজা (কলাবাগান কেসি)।
×