ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী লুৎফর রহমানের হাসপাতালে মৃত্যু

প্রকাশিত: ০৫:৪১, ৭ মে ২০১৬

যুদ্ধাপরাধী লুৎফর রহমানের  হাসপাতালে  মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি লুৎফর রহমান মোড়লের (৭৫) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোঃ জাহাঙ্গীর কবির জানান, মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি লুৎফর রহমান মোড়ল ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে ৪ এপ্রিল তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এক মাস চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তিনি মারা যান। পরে তার লাশ ময়নাতদন্তেরর জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তার হাজতি নম্বর-৩১২১১/১৫। লুৎফর রহমানের গ্রামের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার জয়চাকড়ায়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মানবতাবিরোধী অপরাধে গত বছর সেপ্টেম্বরে যশোরের কেশবপুরের পরচক্রা গ্রাম থেকে লুৎফরকে গ্রেফতার করা হয়। সেই বছর ৮ সেপ্টেম্বর লুৎফর মোড়লসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে অপহরণ, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়।
×