ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র জয়ন্তীর দিনে জামায়াতের হরতাল ॥ উদীচীর প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৪০, ৭ মে ২০১৬

রবীন্দ্র জয়ন্তীর দিনে জামায়াতের  হরতাল ॥ উদীচীর  প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ॥ কাল রবিবার পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। বাংলা ভাষাভাষিরা বসবাস করেন বিশ্বের এমন অন্যান্য সকল স্থানের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদা এবং গুরুত্বের সঙ্গে কবিগুরুর এ জয়ন্তী উদযাপিত হবে। প্রতিবারের মতো এবারও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নানা বৈচিত্র্যপূর্ণ কর্মসূচী গ্রহণ করেছে দেশের সাংস্কৃতিক, সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সংগঠন। কিন্তু, মানবতাবিরোধী অপরাধের দায়ে ঘৃণ্য যুদ্ধাপরাধী, একাত্তরে আল বদর বাহিনীর প্রধান ও বর্তমানে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদ- বহাল থাকার প্রতিবাদে দিনটিতে জামায়াত সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডাকায় এবার রবীন্দ্র জয়ন্তী উদযাপন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কবিগুরুর জন্মজয়ন্তীতে জামায়াতের এই হরতালে প্রতিবাদ এবং একইসঙ্গে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আদালতের পর্যবেক্ষণে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বর্ণিত এবং একাত্তরে সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতের এ হরতাল আহ্বান মূলত বাঙালী সংস্কৃতির ওপর আরও একবার আঘাত হানার প্রচেষ্টার শামিল বলে মন্তব্য করা হয়েছে বিবৃতিতে। এ ধরনের ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে উদীচীর সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, একজন ঘৃণিত যুদ্ধাপরাধীকে বাঁচানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে হরতাল ডেকে সাধারণ মানুষের জনজীবনে বিঘœ ঘটানো এবং তাদের জানমালের নিরাপত্তাহানির এ অপচেষ্টা রুখে দেয়ার জন্য উদীচী সবার প্রতি আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে মৌলবাদী সাম্প্রদায়িক দল জামায়াতের হরতাল সর্বতোভাবে প্রত্যাখ্যান করে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানমালায় সক্রিয় অংশগ্রহণের জন্য দেশের আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছে উদীচী। বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানমালায় জামায়াত বা কোন ঘৃণ্য মৌলবাদী চক্র যাতে কোন বিঘœ না ঘটাতে পারে তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
×