ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ইসির পরামর্শ ছাড়া এসপি হারুনকে গাজীপুরে পুনর্বহাল বিধিসম্মত হয়নি’

প্রকাশিত: ০৫:৩৯, ৭ মে ২০১৬

‘ইসির পরামর্শ ছাড়া এসপি হারুনকে গাজীপুরে পুনর্বহাল বিধিসম্মত  হয়নি’

স্টাফ রিপোর্টার ॥ ইসির সঙ্গে পরামর্শ না করেই গাজীপুরে এসপি হারুন অর রশিদকে দায়িত্বে পুনর্বহাল বিধিসম্মত নয় বলে মনে করছে নির্বাচন কমিশন। বিষয়টি উল্লেখ করে শুক্রবার কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি দেয়া হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে নির্বাচন বিধির ৮৯ ধারা অনুযায়ী নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা বদলি করতে ইসির মতামত নেয়া বাধ্যবাধকতামূলক। কিন্তু আইনের এই ধারা অনুযায়ী এসপি হারুন অর রশিদকে পুনরায় গাজীপুরে পুনর্বহালের ক্ষেত্রে ব্যত্যয় ঘটানো হয়েছে। বিধি অনুযায়ী নির্বাচনের প্রজ্ঞাপন হওয়ার পর থেকে ফল সরকারী গেজেটে প্রকাশ হওয়ার ১৫ দিন সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত পুলিশ সুপার পদে বদলি করতে হলে ইসির পরামর্শের প্রয়োজন। এসপি হারুন অর রশীদকে গাজীপুরে পুনর্বহালের আদেশ জারি করা হলেও ইসিকে কিছু জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনিয়মের কারণে গত ২১ এপ্রিল গাজীপুরের এসপি হারুনকে প্রত্যাহারের আদেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশের প্রেক্ষিতে তাকে গাজীপুর থেকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অথচ মাত্র ১৩ দিনের মাথায় কমিশনের সঙ্গে কোন আলোচনা ছাড়াই গত ৩ মে কমিশনের আদেশ প্রত্যাহার করে গাজীপুরেই এসপি হিসেবে পুনর্বহালে আদেশ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয় ইউপি নির্বাচন বিধিমালা ২০১০ অনুযায়ী ২০১৬ সালের গাজীপুরের ইউপি নির্বাচন সম্পন্ন হওয়ার পর এ আদেশ কার্যকর হবে। ফলে ৪ জুন নির্বাচন শেষ হওয়ার ১৫ দিন পার হওয়ার আগেই তিনি গাজীপুরে ফিরতে পারছেন না। ইসি সচিব সিরাজুল ইসলাম এ বিষয়ে বলেন, এসপি হারুন অর রশিদের গাজীপুরে পুনর্বহাল সংক্রান্ত আদেশ গত বৃহস্পতিবার ইসির হাতে এসেছে। সবকিছু পর্যালোচনা করে ভোটের সময় বদলি সংক্রান্ত বিধানটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্মরণ করিয়ে দিতে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার ৮৯ ধরায় বলা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী ফল গেজেট আকারে প্রকাশ হওয়ার পর ১৫ দিন পার না হওয়া পর্যন্ত ডিসি, এসপি, ইউএনওসহ কিছু কর্মকর্তাকে ইসির সঙ্গে পরামর্শ না করে বদলি করা যাবে না। আগামী ৪ জুন পর্যন্ত গাজীপুর জেলার বিভিন্ন ইউপিতে ভোট রয়েছে। সুতরাং ইসির নির্দেশনা অনুসারে অন্তত ১৯ জুনের আগে এসপি হারুন গাজীপুরে ফিরতে পারেন না। তিনি বলেন, এসপি হরুন অর রশিদের গাজীপুরের পুনর্বহাল সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ভোটের পরে পুনর্বহালের বিষয়টি উল্লেখ রয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ৩ মে পুনর্বহালের আদেশ জারি হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ভোট কবে শেষ হবে তা কমিশনের কাছেই জানতে চাওয়া প্রয়োজন ছিল। গাজীপুরের ভোট শেষে গেজেট প্রকাশের নির্ধারিত সময় পর ওই কর্মকর্তাকে যে কোন জায়গায় বদলিতে বাধা নেই।
×