ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাত ॥ দুই প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৯, ৭ মে ২০১৬

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাত ॥ দুই  প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সেনাবাহিনী ও বিজিবিতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হচ্ছে, মোঃ আঃ সাত্তার (৬২) ও মোঃ ফারুক হোসেন (৫০)। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল করিমের নেতৃত্বে এ অভিযান তাদের আটক করা হয়। র‌্যাব-৩ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম জানান, এ চক্রটি বিভিন্ন জেলার বেকার যুবকদের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ৩ থেকে ৫ লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদান করেছে। পরে ৫১/১ নম্বর কাপ্তান বাজারের হোটেল দেশবাংলার ৪র্থ তলার ৩০৩ নম্বর কক্ষ থেকে প্রতারক চক্রের সদস্য সাত্তার ও ফারুককে ৯টি ভুয়া নিয়োগপত্রসহ আটক করা হয়। তিনি জানান, এ সময় সাঈদ নামে আটকদের সহযোগীসহ আরও বেশ কয়েকজন পালিয়ে যায়। এ চক্রটি প্রার্থীদের বিশ্বাস অর্জনের জন্য ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন গোপনীয় স্থানে নিয়োগ প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মেডিক্যাল চেকআপ সম্পন্ন করে নিয়োগপত্র প্রদান করত। পরে নিয়োগপত্র নিয়ে কর্মস্থলে যোগদান করতে গেলে নিয়োগপ্রাপ্তরা জানতে পারে যে, তাদের দেয়া নিয়োগপত্রগুলো ভুয়া। আব্দুল করিম জানান, আসামিদের নিয়োগপত্রগুলো ভুয়া বলে জানালে চক্রের সদস্যরা প্রার্থীদের প্রতি ক্ষুব্ধ হয়ে জীবননাশের হুমকি দিত। এ কাজের জন্য চক্রটি গ্রামের সহজ সরল মানুষদের কাছ থেকে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে আসছে।
×