ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাশকতার বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি করবে ১৪ দল

প্রকাশিত: ০৫:৩৩, ৭ মে ২০১৬

নাশকতার বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি করবে ১৪ দল

বিশেষ প্রতিনিধি ॥ দেশবিরোধী ষড়যন্ত্র, গুপ্তহত্যা ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে দেশের সকল জেলা-উপজেলা, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। সারাদেশে সভা-সমাবেশের মাধ্যমে সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন করার পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে এককাট্টা করতে মাঠে নামবেন জোটের নেতারা। শুক্রবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের সঙ্গে সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের যৌথসভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রেস ব্রিফিংয়ে বলেন, তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিএনপি নেত্রী খালেদা জিয়া যে মিথ্যাচার করেছেন, সেটি এখন তাঁকেই প্রমাণ করতে হবে। সাহস থাকলে আপনি (খালেদা জিয়া) চ্যালেঞ্জ গ্রহণ করুন। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে জনগণের কাছে তাঁকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যে নাশকতার ঘটনা ঘটছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে জেলা-উপজেলা, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করবে ১৪ দল। যে কোন অশুভ শক্তির বিরুদ্ধে ১৪ দল মাঠে ছিল, মাঠে থাকবে। নাশকতাকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে প্রয়োজনে ঢাকা শহরের পাড়া-মহল্লায় সমাবেশ করব, ১৪ দলের নেতৃত্বে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। মাঠে থেকেই সব ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব। অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন করার উদ্দেশ্যেই বিএনপি-জামায়াত দেশে ধারাবাহিক গুপ্তহত্যা চালাচ্ছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, আজ যখন পরিস্থিতি স্থিতিশীল, শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত চক্রান্ত শুরু করেছে। ফলে ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনা ঘটেছে। এসবের উদ্দেশ্য একটাইÑ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করা। যারা নৈরাজ্য করতে ব্যর্থ হয়েছে, তারাই গুপ্তহত্যার মাধ্যমে একাত্তরের ঘাতকদের বিচার বন্ধ করতে চায় মন্তব্য করে ১৪ দলের এই মুখপাত্র বলেন, একাত্তরের ঘাতকদের বিচার হচ্ছে এবং হবে। অতীতে যেমন ১৪ দল সকল চক্রান্ত মোকাবেলা করেছে, আজকেও বিএনপি-জামায়াত জোটের যে কোন চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়েই মোকাবেলা করবে। বৈঠকে আগামী ৮ মে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশকে সফল করার আহ্বান জানান তিনি। রাজধানীর কলাবাগানে জোড়া হত্যাকা- এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার প্রতিবাদে এ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ১৪ দল। মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন, অসীম কুমার উকিল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতিম-লীর সদস্য নূরুর রহমান সেলিম, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
×