ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুমার খুতবায় প্রয়াত রাষ্ট্রপতিসহ দু’মন্ত্রীকে কটূক্তি॥ গণধোলাই, ইমাম আটক

প্রকাশিত: ০৫:৩৩, ৭ মে ২০১৬

জুমার খুতবায় প্রয়াত রাষ্ট্রপতিসহ  দু’মন্ত্রীকে কটূক্তি॥ গণধোলাই, ইমাম আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে রাজাকার বলে জুমার নামাজে খুতবা দেয়ায় মসজিদের ইমাম আজমির হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে মুসল্লিরা। শুক্রবার নামাজের পর সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী জোড়দিয়া শেখপাড়া বাইতুল নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। মুসল্লিরা জানান, ইমাম নিয়োগের বক্তব্য দিতে গিয়ে প্রয়াত রাষ্ট্রপতিসহ দুই মন্ত্রীকে রাজাকার আখ্যায়িত এবং সরকারকে কটূক্তি করায় মসজিদের প্রায় সব মুসল্লি ক্ষিপ্ত হয়ে ওই ইমামকে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইমামকে আটক করে। আটক ইমাম সদর উপজেলার দক্ষিণ ফিংড়ী গ্রামের লুৎফর রহমান লুতুর ছেলে। সাতক্ষীরা সদর থানার পুলিশ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনি অনেক দিন ধরে এলাকায় থাকেন না।
×