ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঠিকাদার মনি সিং গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩১, ৭ মে ২০১৬

ঠিকাদার মনি সিং গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সঙ্গনিরোধ ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মনি সিংকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৪ শুক্রবার সকালে মিরপুরের পল্লবী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, দর্শনায় উদ্ভিদ সঙ্গনিরোধ ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জয় ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশনের মালিক ও মামলার প্রধান আসামি মনি সিংকে পল্লবী থেকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালকের কার্যালয়ের ভবন নির্মাণের কাজে রডের বদলে বাঁশসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়। গণমাধ্যমের কল্যাণে এ ঘটনা জানাজানি হলে এ নিয়ে সারাদেশে তোলপাড় চলে। এর পর র‌্যাব তৎপর হয়ে তাকে ধরার অভিযানে নামে। শুক্রাবার সকালে মিরপুর-১০, বটতলা, বাসা নং-৪১/১ (৫ম তলা) অভিযান পরিচালনা করে তাকে আটকের পর র‌্যাব জানিয়েছে, পলাতক বাকি আসামিদেরও আটক করা হবে। জানা যায়, গত ১২ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনালের মালিক মনি সিং, পরামর্শক প্রতিষ্ঠান ঢাকা ইঞ্জিনিয়ারিংয়ের এমডি আবদুস সাত্তার, প্রকল্প ক্রয় বিশেষজ্ঞ আইয়ুব হোসেন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রকৌশলী কামাল হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
×