ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কংগ্রেসের পার্লামেন্ট ঘেরাও কর্মসূচী ॥ সোনিয়া, রাহুল ও মনমোহন আটক, পরে মুক্ত

প্রকাশিত: ০৫:২৯, ৭ মে ২০১৬

কংগ্রেসের পার্লামেন্ট  ঘেরাও কর্মসূচী ॥ সোনিয়া, রাহুল ও  মনমোহন আটক, পরে মুক্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস শুক্রবার ‘গণতন্ত্র রক্ষার দাবিতে’ পার্লামেন্ট ঘেরাও কর্মসূচী পালনকালে দলের সভানেত্রী সোনিয়া গান্ধী, সহ-সভাপতি রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আটক করে পুলিশ। পার্লামেন্ট ভবনের সামনে তাদের কোন কর্মসূচী পালনের অনুমতি পুলিশ দেয়নি। আটকের পর পরই তাদের ছেড়ে দেয়া হয়। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। ক্ষমতাসীন দল বিজেপি দেশে গণতন্ত্র ধ্বংস করছে। এরই প্রতিবাদে শুক্রবার সকালে পার্লামেন্ট ঘেরাও ও পার্লামেন্টের অদূরে যন্তর মন্তর ময়দানে রাজনৈতিক সমাবেশের ডাক দেয় কংগ্রেস। সোনিয়া ও রাহুল গান্ধী ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, গুলাম নবী আজাদ, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনিসহ দলের অধিকাংশ শীর্ষ নেতা সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তৃতা শেষে সোনিয়া, মনমোহন ও রাহুলসহ অন্য নেতারা পার্লামেন্ট ভবনের দিকে এগোতে থাকলে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে পুলিশ সোনিয়া, রাহুল ও মনমোহনকে আটক করে পার্লামেন্ট ভবন থানায় নিয়ে যায়। ১০ মিনিটের মধ্যেই অবশ্য আটক নেতাদের ব্যক্তিগত জামিনে মুক্তি দেয়া হয়।
×