ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউএনওকে মারধর ॥ হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৪:০২, ৭ মে ২০১৬

ইউএনওকে  মারধর ॥ হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৬ মে ॥ পরশুরাম উপজেলার ইউএনও রকিব উদ্দিনকে মারধর করেছে সরকারী দলের ক্যাডারা। শুক্রবার সকালে পরশুরাম চিথলিয়া স্কুল মাঠে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। জানা যায়Ñ ইউএনও রকিব উদ্দিনের কাছে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পরশুরাম সফরের খরচ বাবদ টাকা দাবি করে স্থানীয় সরকারী দলের নেতারা। ইউএনও গত ৭ দিন আগে পরশুরাম কর্মস্থলে যোগদান করায় তার কাছে এ ধরনের কোন তহবিল না থাকায় টাকা দিতে অপারগতা জানায়। এ অবস্থায় সরকারী দলের স্থানীয় েেনতারা চিথলিয়া স্কুল মাঠের হেলিপেডে ইউএনও রকিব উদ্দিনকে জনসম্মুখে মারধর করে। এতে তিনি মাথায় আঘাত পেয়ে জ্ঞানহারিয়ে মাটিতে পড়ে যান্। তাৎক্ষনিক ইউেএনওকে প্রথমে পরশুরাম স্থাস্থ্যকপ্লেক্স নেয়া হয়। পরে ফেনী সদর হাসপাতালে আনা হয়। পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তর জানান, ইউএনওর মাথায় আঘাতের চিহ্ন আছে। তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছে। চাঁদা না দেয়ায় সেবাইতকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আশাশুনিতে চাঁদা না দেয়ায় পঙ্কজ সরকার (৫০) নামের মন্দিরের এক সেবাইতকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত পঙ্কজ সরকার স্থানীয় শালখালী শ্যামসুন্দর ইসকন মন্দিরের সেবাইত বলে জানা গেছে। তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত পঙ্কজ সরকারের ভাই সমীরণ সরকার জানান, তার ভাই রাতে মন্দিরের পাশের একটি ঘেরের বাসায় (টোঙে) ঘুমিয়ে ছিল। রাতে দেবহাটার জিয়াউর রহমান ওরফে আফগান জিয়ার নেতৃত্বে দুর্বৃত্তরা তার ভাইয়ের মাথায় উপর্যুপরি কুপিয়ে ও পায়ে পিটিয়ে জখম করে। ড. সাদিকের পুষ্পস্তবক অর্পণ গত বৃহস্পতিবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের নব-নিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর বিকেলে তিনি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।Ñবিজ্ঞপ্তি বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৬ মে ॥ রোটারী ক্লাব অব নরসিংদীর উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। নরসিংদীর ডায়বেটিক সমিতির সহযোগিতায় রোটারী ক্লাব অব নরসিংদী এর অয়োজন করে। সাড়ে ৩শ’ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নেন । শিশু বিশেষজ্ঞ ডাঃ খোরশেদ আলম, গাইনি বিশেষজ্ঞ ডাঃ হালিমা বেগম, ডায়বেটিস বিশেষজ্ঞ ডাঃ নুরুল্লাহ আল মাসুদ চিকিৎসা সেবা প্রদান করেন । বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৬ মে ॥ রোটারী ক্লাব অব নরসিংদীর উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। নরসিংদীর ডায়বেটিক সমিতির সহযোগিতায় রোটারী ক্লাব অব নরসিংদী এর অয়োজন করে। সাড়ে ৩শ’ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নেন । শিশু বিশেষজ্ঞ ডাঃ খোরশেদ আলম, গাইনি বিশেষজ্ঞ ডাঃ হালিমা বেগম, ডায়বেটিস বিশেষজ্ঞ ডাঃ নুরুল্লাহ আল মাসুদ চিকিৎসা সেবা প্রদান করেন ।
×