ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সত্তরোর্ধ রাবিয়া বয়স্ক ভাতা চান

প্রকাশিত: ০৪:০২, ৭ মে ২০১৬

সত্তরোর্ধ রাবিয়া বয়স্ক ভাতা চান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ মে ॥ মোক বসে থ্যাকে কে ভাত দিবে বাবা? গায়ে বল আচে, তাই কাম করোচি। গায়ের জোর ফুরালে কি হবে তা কবার পারোচিনা। আক্ষেপ করে কথাগুলো বললেন, নওগাঁর ধামইরহাট উপজেলার গোকুল গ্রামের মৃত জমির উদ্দীনের স্ত্রী বৃদ্ধা রাবিয়া বিবি। ছেলের সংসারে প্রতিদিন সাংসারিক যাবতীয় কাজের অনেকটাই করেন তিনি। বসে থাকার যেন ফুরসত নেই তার। গরু-ছাগলের খাবার সংগ্রহ, বাসন মাজা, খড়ি সংগ্রহসহ যাবতীয় কাজ করতে হয় তাকে। তার চার ছেলের বিয়ে হয়েছে। ছোট ছেলের সংসারে থাকেন তিনি। শুক্রবার দুপুরে গরু-ছাগলের জন্য মাঠ থেকে ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। ছবি তোলার অনুরোধ জানালে রাবিয়া বিবি বলেন, সরকার আমার জন্য কি করবে বাবা? রাবিয়ার প্রত্যাশা তার জন্য বয়স্কভাতার ব্যবস্থা করবে সরকার?
×