ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হত্যার আসামিসহ গ্রেফতার দুই

প্রকাশিত: ০৩:৫৮, ৭ মে ২০১৬

হত্যার আসামিসহ গ্রেফতার দুই

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৬ মে ॥ ভেদরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের দিনমজুর আশ্রাব আলী সরদারকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি পাশের বাড়ির দোকানদার মিন্টু সরদার ও তার পিতা হামিদ সরদারকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির মিন্টু সরদার, তার ভাই শাহীন সরদার, শুকুর সরদার, পিতা হামিদ সরদারসহ তাদের সহযোগীরা বাড়িতে প্রবেশ করে আশ্রাব আলী সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খাল রক্ষার দাবি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা খাল রক্ষার দাবিতে শুক্রবার সকালে নগরীতে মানববন্ধন করেছে নদী-খাল বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ। নগরীর নাজির মহল্লা ও নাজিরপুল এলাকায় পৃথক দুটি মানববন্ধনে নদী-খাল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক এনায়েত হোসেন শিপলুর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা নগরীর জেলা খালসহ দখলকৃত খালগুলোকে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করার দাবি করেন। উল্লেখ্য, গত এক সপ্তাহ থেকে নগরীর জেল খাল, হাটখোলা, কাঠেরপুল ও মরকখোলা নামক স্থানে অবৈধভাবে খাল দখল করে গড়ে তোলা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। নাশকতা ॥ গ্রেফতার ১৫ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় একাধিক ভাংচুর ও নাশকতার মামলার আসামি জামায়াত নেতা ও পৌর কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুসহ জামায়াত-শিবিরের ১৫ ক্যাডার গ্রেফতার হয়েছে। শুক্রবার সকালে পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাংচুর, নাশকতা ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রংপুরে ৩৯ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের মধ্যে রংপুরে তিন জামায়াতকর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেÑ রংপুরের পীরগাছা উপজেলার পুর্বদেবু গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে জামায়াতকর্মী মহর আলী (৪৫), ঘগয়া গ্রামের মনছুর আলীর ছেলে মাসুদ রানা (৩৫), পশ্চিম বরুয়া গ্রামের এমদাদুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩২)। অপহৃত ছাত্রীকে উদ্ধার দাবি পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি, ৬ মে ॥ অপহৃত খাগড়াছড়ি সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী নুর নাহার আক্তারকে (১৯) দ্রুত উদ্ধার ও অপহরণকারী জালাল উদ্দীন হৃদয় এবং তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। শুক্রবার বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অপহৃত ছাত্রীর পরিবার ও পার্বত্য বাঙালী ছাত্র সংগ্রাম পরিষদ এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে অপহৃতের মা জুলেখা বেগম, নানা আব্দুল মোতালেব, চাচাত ভাই হাসান ও পার্বত্য বাঙালী ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এস এম মাসুদ রানা বক্তব্য রাখেন। গত ১ মে শহীদ জিয়া স্মৃতি ভাস্কর্যের সামনে এলে জালাল উদ্দীন হৃদয় নামের ওই যুবকসহ তিন-চার সহযোগী তাকে অচেতন করে অপহরণ করে নিয়ে যায়। তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বিজিবি জওয়ানরা ৩ কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা উদ্ধার করেছে। শুক্রবার ভোরে নয়াপাড়া এলাকার একটি পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার এ চালান উদ্ধার হয়েছে বলে দাবি বিজিবি জওয়ানদের। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। দুই ছেলেসহ বাবা গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া থানা পুলিশ একটি মামলায় বৃহস্পতিবার গভীর রাতে পিতা ও দুই পুত্রকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরধরে বৃহস্পতিবার বিকেলে সুনীল সরকার ও হরিশ্চন্দ্র্র সরকারের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সুনীল সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। স্মৃতিসৌধ নির্মাণে কমিটি গঠন সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৬ মে ॥ পীরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণ পাশে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ নির্মাণে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা ভবনে গুণীজনদের নিয়ে ২২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হককে সভাপতি, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামকে সহ-সভাপতি করা হয়। স্বাস্থ্যকর্মীদের জেলা সম্মেলন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ মে ॥ দেশকে পোলিওমুক্ত করা, স্বাস্থ্য সেক্টরে ঈর্ষণীয় সাফল্যের মূল কারিগর স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন’-এর কিশোরগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ আ ন ম নৌশাদ খান। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনায়েত রাব্বী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতিপুত্র সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। বক্তৃতা করেন জেলা বিএমএর সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ মাহবুব ইকবাল, হেলথ এ্যাসিস্ট্যান্টদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল ওয়ারেশ পাশা (পলাশ), সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান কাবুল, ময়মনসিংহ বিভাগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হুসাইন রাসেল, ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক টুকু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে এনায়েত রাব্বী লিটনকে সভাপতি ও মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি গঠন করা হয়। কেবল অপারেটরকে জরিমানা স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ বগুড়ায় বাণিজ্যমেলার নামে জেলাজুড়ে চলা অবৈধ লটারির বিরুদ্ধে প্রশাসন তৎপর হয়ে উঠেছে। জনকণ্ঠসহ কয়েকটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর অবৈধ লটারির বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে পুলিশ ও র‌্যাব অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত অবৈধ লটারির অনুষ্ঠান প্রচার করায় এ ওয়ান নামে এক কেবল টিভি অপারেটর প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করে। জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর পরই শহর এলাকায় ডেইলি লটারি বিক্রি ও প্রচার বন্ধ হয়ে যায়। তবে ডেইলি লটারির নামে জুয়ার আসরের বিরুদ্ধে অভিযান চললেও বাণিজ্যমেলার দু’শ’ গজের মধ্যে চলা বছরব্যাপী জুয়ার আসর বন্ধ হয়নি। এনইউতে অনার্স ২য় বর্ষ পরীক্ষা স্থগিত নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৬ মে ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ২০১৫ সালের শুধুমাত্র ২য় বর্ষ অনার্স-এর ৯ মে তারিখের অনুষ্ঠিতব্য পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত-এ পরীক্ষা আগামী ১০ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। ৬ জুয়াড়িকে আদালতে সোপর্দ সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৬ মে ॥ পাথরঘাটার রুহিতা গ্রাম থেকে ৬ মাদক সেবী ও জুয়াড়িকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ২টি মামলা করে উপজেলা বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। পাথরঘাটা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত দেড়টায় অভিযান চালায়। অভিযানকালে রুহিতা পানি ব্যবস্থাপনা সমিতির ঘর থেকে ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে। সেখানে তারা দল বেধে টাকা দিয়ে জুয়া খেলছিল ও ইয়াবা সেবন করছিল। ঘটনাস্থল থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, যৌন উত্তেজক ট্যাবলেট, জুয়া খেলার তাস, নগদ ৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো সদর ইউনিয়নের জাফর, রেজোয়ান, আলম মুন্সি, রফিক, শাহিন ও বাগেরহাট জেলার শরণখোলার রাজু। বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক নিহত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক আক্কাস আলী (৪৫) নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি কলোনিপাড়া গ্রামে। আক্কাস আলী ওই গ্রামের হুমায়ুন আলীর ছেলে। এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নীলফামারীতে শিলাবৃষ্টি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বৃহস্পতিবার গভীর রাতে শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়ায় উঠতি বোরো পাকা ধান, মরিচ, পাট ও ভুট্টাক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে কিশোরীগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের পাট ও বোরো পাকা ধানের। পাটের বেড়ে ওঠা গাছের মাথা শিলাবৃষ্টির আঘাতে ভেঙ্গে গেছে। পাকা বোরো ধানের গাছ মাটির সঙ্গে মিশে গেছে। হজে গমনেচ্ছুদের প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৬ মে ॥ আসন্ন হজ পালনকারীদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শুক্রবার মুন্সিরহাট হাজী দানেশ মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাসান জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাব্বী ও ড. মুহাম্মদ শহীদ উজ জামান। ইকরামুল হক ইকরাম এতে সভাপতিত্ব করেন।
×