ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে নবীনবরণ

প্রকাশিত: ০৩:৫৮, ৭ মে ২০১৬

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে নবীনবরণ

নানা আয়োজনে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল। রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৩ টি বিভাগ, নিজ নিজ শিক্ষার্থীদের জন্য পৃথক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এবারে ¯œাতক ও ¯œাতকোত্তর শ্রেণীতে এগারো শ’ ৫০ এরও বেশি শিক্ষার্থীকে বরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। বিবিএ বিভাগের চেয়ারপার্সন ড. অনুপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের আচরণবিধি ও নিয়মকানুন সম্পর্কে ধারণা দেন বিবিএ বিভাগের শিক্ষক কোহিনূর বিশ্বাস। -বিজ্ঞপ্তি ফ্রি হার্ট সেমিনার বাংলাদেশে বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ প্রতিষ্ঠান সাওল হার্ট সেন্টারের উদ্যোগে প্রতি শনিবার বিকেল ৪টায় রাজধানীর ২৬ ইস্কাটন গার্ডেন রোড, নিয়মিত সাপ্তাহিক ফ্রি হার্ট সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে হৃদরোগের ১৫টি কারণ, বিনা রিং ও বিনা অপারেশনে তার প্রতিকার এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ ও অতি ওজন ইত্যাদি রোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচক ডাঃ এম এম রহমান এবং ডাঃ ফারহান আহমেদ ইমন। সেমিনারে উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ ও জীবনশৈলী বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড়-এমবিবিএস, এমডির ‘লেকচার ও বিনা তেলে রান্নার ভিডিও প্রদর্শন করা হয়। ফ্রি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে পারেনÑ ০১৭৭৭৭৮০৮৫১-৫৩ এবং ০১৭৪৪২৫১২২২ নম্বরে।-বিজ্ঞপ্তি
×