ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জৈন্তাপুরে খালের ওপর ব্রিজ এখন মরণ ফাঁদ

প্রকাশিত: ০৩:৫৭, ৭ মে ২০১৬

জৈন্তাপুরে খালের  ওপর ব্রিজ এখন  মরণ ফাঁদ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জৈন্তাপুর উপজেলার খারুবিলসংলগ্ন চিকার খালের ওপর নির্মিত ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। নিম্নমানের কাজ ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে ব্রিজের বিভিন্ন অংশ খসে পড়ছে। ব্রিজের মূল স্তম্ভ ভেঙ্গে দেবে গেছে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অপরদিকে জীবনের ঝুঁকি নিয়ে পার্শ্ববর্তী ডুলটির পাড় খালের ওপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী। এ দুটি স্থানে ব্রিজ নির্মাণ হলে পাল্টে যাবে এলাকার লক্ষাধিক মানুষের ভাগ্য। নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ পথচারী। অব্যবস্থার কারণে এই অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতে সমস্যা পোহাচ্ছে কৃষক। ফলে ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে তারা। গুরুত্বপূর্ণ দুটি স্থানে ব্রিজ নির্মাণ হলে পাল্টে যাবে ৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রা। ভাগ্যের পরিবর্তন হবে পিছিয়ে পড়া মানুষের। সীমান্ত জনপদের ভাগ্যের পরিবর্তনের সম্ভাবনা থাকলেও প্রধান বাধা চিকার খাল এবং ডুলটির পারের খালের বাঁশের সাঁকো।
×